Thursday, 9 June 2016

যে কোন ফটো কে কনভার্ট করে সাইজ কমিয়ে দিন ফটো কোয়ালিটি খারাপ না করেই do not miss(last update 9June 2016)

কেমন আছেন আপনারা সবাই??নিশ্চয় ভাল।
আমি ও আপনাদের দোয়াই ভাল আছি।
আজ আমি আপনাদের জন্য খুবি প্রয়োজনীয় একটা App নিয়ে এসেছি।আমি নিশ্চিত তোমরা এতো দিন এর জন্য অপেক্ষায় ছিলেন।
(last update 9June 2016)

App Name:Image converter
App size:4mb


 


আমাদের যদি বলা হয় আজ ফেসবুক ব্যবহার করলে খেতে পাবি না, আমরা বলব ঠিক আছে আজ খাব না কিন্তু ফেসবুক ছাড়বো না।
ফেসবুক যখন ব্যবহার করছি ছবি আপলোড না করে কি থাকা যায়??
এমনি তে ফেসবুক ব্যবহার করলে অনেক নেট খরচ হয় তারপর ছবি আপলোড করলে আর খরচ।
ভাল ক্যামেরা তে ছবি তুললে সাইজ ২-৩mb হয়ে যায়।এতো বড় বড় ফোটো আপলোড করবেন??যতো mb আছে সব তো শেষ হয়ে যাবে।
তাই বলে কি আমরা ছবি আপলোড করা থেকে বিরত থাকবো??
কখনওই না।আপনি খুব সহজে সেই ছবি কে কনভার্ট করে সাইজ কমিয়ে দিয়ে পারবেন।
তাও আবার আপনার ইচ্ছা মতো। আপনি কতো সাইজ দিতে চান সেটা আপনি নির্বাচন করতে পারবেন।ফটো কোয়ালিটি ঠিক ই থাকবে।
এই App এ আবার অনেক গুলা Formate আছে প্রায় ১৫টা আপনি যে কোন formate এ কনভার্ট করতে পারবেন।
তাই দেরি না করে এখনি ডাউনলোড করে নিন এই মজার App.

Download link:click here

(N.B Download করার জন্য Download এর নিচে টিক চিহ্ন টা উঠয়ে দিয়ে Download এ ক্লিক করবেন.uc browser use করবেন)

0 comments:

Post a Comment