Saturday 1 July 2017

Google play store এ ঢুকছে না শুধু error দেখাই তাহলে আপনি টিউনি অবশ্যই দেখুন

আজ আমি আপনাদের শিখাব যে google play store ঢুকলে server error দেখাই এই সমস্যার সমাধান কি ভাবে করতে হয়।

প্রথমে একটি আপস ডাউনলোড করতে হবে তাই নিচের লিংকে দেওয়া আপসটি ডাউনলোড করুন এবং অবশ্যই আপনার ফোন rooted হতে হবে।

ডাউনলোড করার পর আপসটি ইন্সটল দিন তারপর ওপেন করুন। তারপর ওখানে দেখবেন etc নামে একটি ফোল্ডার আছে ঐ ফোল্ডারে ঢুকুন।


তারপর দেখবেন hosts নামে একটি ফাইল আছে ওটাতে ক্লিক করুন।


তারপর text editor এ ক্লিক করুন।


তারপর 127.0.0.1 localhost এই লেখার পর যা লেখা আছে সব কেটে দিন।


তারপর দেখেন উপড়ে তিনটি ফোটা আছে ওখানে ক্লিক করুন।


তারপর save and exit এ ক্লিক করুন


তারপর একবার ফোন অফ করে অন করুন। 

তারপর google play store এ ঢুকুন দেখবেন ঢুকবে।

যদি কোনো দিন এই প্রবলেমে পরেন যেন সমাধান করতে পারেন।



ভিডিও টি দেখুন আর যদি কোন কিছু জানার থাকে বা বলার থাকে তা হলে ইনবক্স এ মেসেজ করতে পারেন 

বা এই ভিডিওটির নিচে টিউমেন্ট করতে পারেন।

0 comments:

Post a Comment