Monday 17 July 2017

এবারে ফ্রি নেট চালান আপনার পিসিতে, Freebasics বা Internet.org মাধ্যমে।

আসসালামুআলাইকুম,

আপনারা কেমন আছেন, নিশ্চয় ভালো।


(যাঁদের এমবি কেনার টাকা নাই, শুধু তাদের জন্য।) 

আমি আপনাদের এই টিউটোরিয়ালে শেখাব আমরা কি ভাবে পিসিতে Internet.org বা freebasics চালাতে পারি। 

সধারনত শুধু মাত্র এই সুবিধা মোবাইলে ব্যবহার করা যায়। এখন আপনি পিসিতেও ব্যবহার করতে পাবেন।তাহলে শুরু করি।

এর জন্য আপনি যে কোন ব্রাউজার নিতে পারেন, গুগোল ক্রোম, ইউসি, আপনার ইচ্ছা। 

আপনার ব্রাউজার থেকে Extensions যান, তারপর Get more extensions।



সেখান থেকে User agent switcher সার্চ করুন এবং Extensions টি যোগ করুন।




যোগ করা হলে একটি চশমা পরা আইকন দেখতে পাবেন। সেখান থেকে Android>Android Kitkat সিলেক্ট করুন।




আপনার কাজ শেষ। 

এবার আপনি Internet.org বা  freebasics সাইটে প্রবেশ করুন আর দিব্বি ফ্রী চলান। 

এখান থেকে আপনি প্রায় ৫০০+ সাইট ব্যবহার কারতে পারবেন।

তাছাড়া ৬ টি পত্রিকা সহ খেলার খবর তো থাকছেই।

বুঝতে অসুবিধা হলে এই ভিডিওটি দেখুন। একবারে ক্লিয়ার হয়ে যাবেন।


ধন্যবাদ, এত সময় নিয়ে টিউনটি পড়ার জন্য, আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে বলবেন। 

আমি উত্তর দিব। ভুল হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।

আসসালামুআলাইকুম।

0 comments:

Post a Comment