নমস্কার সবাই ভাল আছেন তো।
আশা করি সবাই ভাল আছেন।
অমরা অনেক উইন্ডোস ফন্টস ডাউনলোক করে থাকি প্রয়োজন অনুসারে 1 টা 1টা করে।
আশা করি আর 1টা 2টা করে ফন্ড ডাউনলোড দিতে হবে না।
আমি দিচ্ছি একসাথে 203 টি ফন্ট জিপ ফাইলে।
বন্ধুরা এখানে পাবেন অনেক স্টাইলের ফন্ট।
বাংলা, ইংলিশ এর অনেকট স্টাইলের ফন্ট।
যাদের দরকার তারা এখান থেকে ডাউনলোড করেন নিন।
এবং জিপ ফাইলটি আনজিপ করুন।
সবগুলো ফন্ট একসাথে সব সিলেক্ট করুন।
ফোল্ডারের সবগুলো ফন্ট একসাথে Ctrl+A দিয়ে সিলেক্ট করুন।
এবার কপি করা ফন্ট কি ভাবে কোন যায়গায় পেষ্ট করতে হবে তাইতো।
- স্টাট বাটনে ক্লিক করুন সেখান থেকে কন্ট্রল প্যানেলে ক্লিক করুন।
- এবার এখানথেকে চিত্রেদেয়া আছে লাল কালারে গোল করা চিহ্ন লক্ষ করে কাজ করুন। মানে এখানথেকে ফন্টে ক্লিক করুন।
- এ রকম আসবে এখন রাইট বাটনে ক্লিক করে পেষ্ট করুন এবং কম্পিউটার রিয়েষ্টার দিন। বাস আপনার কাজ শেষ।
বন্ধুরা যদি কারো উপকারে আসে তবে আমার পরিশ্রম সার্থক হবে।
0 comments:
Post a Comment