Tuesday 4 July 2017

কিভাবে সুরক্ষিত ভাবে কোন কিছু অনলাইনে ফাঁস করবেন? [Advance Hacking]

আস্ সালামু আলাইকুম . কেমন আছেন সবাই ? 

আশা করি ভালো আছেন।আজকে শিখাবো কিভাবে অনলাইনে সম্পূর্ণ সুরক্ষিত ভাবে কোন কিছু ফাঁস করবেন (ধরা না খেয়ে)

এই পদ্ধতিতে কোন কিছু ফাঁস করলে কেও বলতে পারবেনা কে ফাঁস করেছে বা কোন জাগা থেকে ফাঁস করেসে।


ফাঁসের আইনঃ-


অনলাইনে কোন কিছু ফাঁস করা  আইনের ধূসর এলাকায় পড়ে। 

এইটা সত্য এবং দুর্নীতি প্রকাশের অপরিহার্য অংশ কিন্তু এ ক্ষেত্রে  বিভিন্ন বিষয় রয়েছে।

এইসব বিপদ ডেকে আনতে পারে এবং নির্দোষ দের ক্ষতি করে পারে।

এইটা গুজব{viral} এ পরিনত হতে পারে।

নিরাপত্তা:-


আপনি কখনই বুঝতে পারবেন না আপনার কি কি তথ্য এই ফাঁসের সাথে চলে যাচ্ছে।

একটা সাধারণ PDF আপনাকে গুরুতর সমস্যাতে ফেলতে পারে  এবং যা আপনাকে খুঁজে বের করার জন্য যথেষ্ট।

এইসব কাজ করার জন্য সবসময় VPN এবং Tor Browzer ব্যবহার করবেন।

ব্যক্তিগত তথ্য মুছে ফেলাঃ-


এইটা চিন্তা করা অসম্ভব যে আপনার এই ফাঁস কি প্রভাব ফেলতে পারে।

এইটা সব সময় ভাল যে নিজের সব ব্যক্তিগত তথ্য মুছে ফেলা।

ফাঁসের  তথ্য সঠিকভাবে পরিষ্কার এবং সুরক্ষিত করা গুরুত্বপূর্ণ।

এই কাজ টা সহজ করার জন্য আমি চেষ্টা করব।

বাক্তিগত তথ্য মুছার জন্য যেগুলোর প্রয়োজন পরতে পারেঃ-


এখানে কিছু টুলস রয়েছে যা আপনি জানেন বা নাও জানতে পারেন -  নির্দিষ্ট কাজের জন্য এদের ব্যবহার রয়েছে
photo থেকে তথ্য মুছার জন্য এই ওয়েবসাইট  http://www.verexif.com এ পিকচার আপলোড করে  (Quitar Exif/Remove Exif)

এ ক্লিক করুন তাহলে আপনার ফটো টা ডাউনলোড হয়ে যাবে পুরোপুরি CLEANED ভাবে।

Adobe Reader -PDF থেকে তথ্য মুছার জন্য

NSA Redaction -(PDF) — NSA style এ কিভাবে তথ্য মুছবেন (important)

GoldWave -MP3 এর তথ্য মুছার জন্য

কিভাবে তথ্য মুছতে হবে ওই সফট এর নাম দিয়ে google করলেই পেয়ে জাবেন।

আমি আর বিস্তারিত বললাম না।এইরকম আরো অনেক tool আসে 

যা নিজেদের প্রয়োজন মতো বের করে নিতে হবে 

আমি সুধু গুরুত্বপূর্ণ গুলা শেয়ার করলাম। 

দয়া করে কোন খারাপ কাজে ব্যবহার করবেন না।

কোন ভুল হলে ক্ষমার চোঁখে দেখবেন। 

ধন্যবাদ

0 comments:

Post a Comment