Thursday, 7 April 2022

এখন থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবারে ম্যাসেজ সিন করলেও সেন্ডার বুঝতে পারবেনা ভিডিও টিউটোরিয়াল


হ্যালো ভিউয়ার্স
আমরা সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারে বিভিন্ন জনের সাথে চ্যাটিং করে থাকি। অনেক সময় আমরা বিরক্তের স্বীকার হয়ে কিংবা অন্য কারনে চাই না যে, যে ম্যাসেজটি পাঠিয়েছে সে যেন দেখতে না পারে যে আমরা ম্যাসেজটা সিন করেছি। কিন্তু আমরা বেশিরভাগ ই জানি না সেটা কিভাবে করতে হয়।


সেই সমস্যার সমধান নিয়েই আজকের এই ভিডিও টিউটোরিয়াল । এখন আপনি ম্যাসেজ দেখবেন, কিন্তু সে বুঝতে পারবেনা যে আপনি ম্যাসেজটি দেখেছেন। ফেসবুকে seen দেখাবেনা।


আশা করি, ভিডিওটি সবার কাজে আসবে।


ভিডিও: https://youtu.be/Uh1cnPyhd2s

0 comments:

Post a Comment