Thursday, 7 April 2022

POS সফটওয়্যার ১০০ ফ্রি!

 

ব্যবসার ধরন যাই হোক না কেন, হিসাব হতে হবে সহজ। আজকের টিউনে লিখব খুব সিম্পল ও উপকারী একটা পস সফটওয়ার নিয়ে।
সফটওয়ারের নাম EverPOS
বড় বড় সুপারশপ যেমন স্বপ্ন, এগোরা, মিনা বাজার কিংবা লার্য ফার্মার মত দোকান থেকে কিছু কিনলে তারা সফটওয়্যারে বিল করে একটা রিসিপ্ট দিয়ে দেয়, যে সফটওয়্যার দিয়ে এই ধরনের কাজ গুলো করে এই প্রসেসটাকেই পস সিস্টেম বলে। পস সিস্টেমের মাধ্যমে ইনভেন্টরি ম্যানেজ করা, বাকি কিংবা দেনা পাওনার হিসাব রাখা, কাস্টমারদের ডিটেলস জানা, এমপ্লয়ী ম্যানেজমেন্ট, চাহিদা অনুযায়ী রিপোর্ট বের করা যায়, মদ্দা কথা ব্যবসার রিয়েল টাইম হিসাব নিকাস একদম সহজ করাই হইলো পস সফটওয়্যারের কাজ। প্রতিদিনের নগদ-বাকিতে মাল ক্রয়-বিক্রয়, ষ্টক হিসাব, খরচের হিসাব, দেনা-পাওনার হিসাব সহ যাবতীয় হিসাব নিকাশ একদম নখদর্পনে রাখতে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারেন এই সফটওয়ারের ওপর।
ব্যবসার ধরন যায় হোক না কেন সব ধরনের ব্যবসার জন্য আছে তাদের আলাদা আলাদা সব পাওারফুল ফিচার যা আপনার ব্যবসাকে আরেকটু সহজ ও কার্যকারি।
আপনার ফ্যাশন হাউস, হান্ডিক্রাফট স্টোর, কসমেটিকের দোকান, ডিপার্টমেন্টাল শপ, ইলেকট্রনিক শপ, মোবাইল শপ, গ্রোসারি শপ, সুপার শপ অথবা যেকোন ধরনের খুচরা এবং পাইকারী ব্যবসার হিসাব নিকাশকে সহজ করতে ব্যবহার করতে পারেন EverPOS

EverPOS এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যঃ

  • পস ম্যানেজমেন্ট সিস্টেম।
  • বারকোড ম্যানেজমেন্ট
  • সেলস ও পারচেস ম্যানেজমেন্ট
  • এমপ্লয়ী এবং লোন ম্যানেজমেন্ট।
  • কাস্টমার ও সাপ্লায়ার ম্যানেজমেন্ট।
  • রিয়েল টাইম রিপোর্ট।
  • প্রোডাক্ট/সার্ভিস কোটেশন ম্যানেজমেন্ট।
  • অ্যাকাউন্ট এবং এক্সপেন্স ম্যানেজমেন্ট।
  • ইনভেন্টরী ম্যানেজমেন্ট এবং প্রোডাক্ট ট্র্যাকিং।
  • মাল্টিপল প্রিন্টার কনফিগারেশান।

আরো ডিটেইলস ফিচার জানতে ঘুরে আসুন এভারপস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে https://everpos.xyz/features/

EverPOS ব্যবহার করার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার

সকল প্রকার পস ডিভাইস(ক্যাশ ড্রয়ার, বারকোড স্ক্যানার ও সকল প্রকার প্রিন্টার, পস টার্মিনাল, কম্পিউটার, ল্যাপটপ) অত্যন্ত স্বল্প খরচে এদের কাছ থেকেই নিতে পারেন কিংবা নিকটস্থ ইলেক্ট্রনিক্স শোরুম অথবা অনলাইন থেকে আপনার বাজেট অনুযায়ী নিয়ে নিতে পারেন।

তাদের কিছু শর্ত আছেঃ
* প্রতি মাসে সার্ভিস চার্জ ৫০০ টাকা/ কাউন্টার মাত্র।
* ফিজিক্যাল সেটআপ চার্জ ৩০০০ প্রতিদিন।
* অনলাইন সেটআপ চার্জ ১০০০ টাকা।
* প্রথম ২ টি ট্রেনিং সেশন ফ্রি।
তার মানে আপনাকে মাসে গুনতে হবে মাত্র ৫০০ টাকা প্রতিটা কাউন্টারের জন্য। যদি নিজে তাদের ম্যানুয়াল দেখে সেটআপ করে নিতে পারেন তাহলে অন্য কোন এঁর চার্জ লাগবে না।

সফটওয়্যারের ডেমো শিডিউল বা ফ্রি পাবার জন্য নিচের ফর্ম ফিলাপ করুনঃ
https://forms.gle/azyevhr3nsDBVGVo6
Whatsapp Number: +880758 633063
যে কোন প্রয়োজনে কল করুন +880 9638 494949
ওয়েবসাইটঃ https://everpos.xyz

জেনে নিই EverPOS সফটওয়্যার ব্যবহারের সুবিধাগুলো কি কি?

  • কম্পিউটার / ল্যাপটপ
  • বিল প্রিন্টার(যদি দরকার হয়)
  • বারকোড প্রিন্টার/বারকোড রিডার(যদি দরকার হয়)
  • ক্যাশ ড্রয়ার/বিল পেপার/বারকোড ষ্টিকার(যদি দরকার হয়)
  • EverPOS সফটওয়্যার ব্যবহারের ফলে আপনার হিসাব প্রক্রিয়া হবে সহজ ও ত্রুটি হীন।
  • EverPOS সফটওয়্যার সাথে inventory management system অন্তর্ভুক্ত থাকায় দোকান মালিকেরা তাদের সবচেয়ে বড় বিক্রেতাদের ট্র্যাক করতে এবং পণ্যের স্টক যখন একটি নির্দিষ্ট সীমায় পৌঁছাবে তখন তা পুনরায় অর্ডার হয়ে যাবে।
  • সফটওয়ারটি ব্যবহার করে অতীতের লেনদেনগুলি খুব সহজে দেখা যাবে। আপনি গত মঙ্গলবারে কত বিক্রি করেছেন তা দেখতে চাইলে EverPOS তা আপনাকে মাত্র একটি Snap এর মাধ্যমে মুহূর্তের মধ্যে দেখিয়ে দিবে।
  • বর্তমান সময়ের কর্মীরা পুরাতন ক্যাশ রেজিস্টার এর তুলনায় আধুনিক POS Software এ বেশি অভ্যস্ত হয়ে উঠছে।
  • বর্তমানে আমরা এমন একটা অবস্থা বা সিস্টেমে আছি যেখানে কম্পিউটার, স্মার্টফোন এবং ইন্টারনেট ছাড়া জীবন কল্পনাও করা যায় না। EverPOS ব্যবহার করে
  • আপনি অফিসে, ঘরে বা ভ্রমণ অবস্থায় আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন অতি সহজে। আপনার শুধু দরকার একটি ইন্টারনেট কানেক্টেড স্মার্টফোন বা ল্যাপটপ।
  • ক্রয় প্রক্রিয়ার অতিরিক্ত ধাপগুলোর ঝামেলা এড়াতে আপনি আপনার পারসোনাল ক্রয় অর্ডার সিস্টেম তৈরি করতে পারবেন।
  • EverPOS সফটওয়্যার প্রতিটি আইটেমের বিস্তারিত বিবরণযুক্ত রসিদ প্রদান করে। যেখানে অন্যান্য ডিভাইস গুলো শুধুমাত্র বিক্রয়ের পরিমাণ ও তারিখ প্রদান করে
  • EverPOS সফটওয়্যার এর রক্ষণাবেক্ষণ এবং মেরামত খরচ অন্যান্য যেকোনো ডিভাইস থেকে অনেক কম।
  • 0 comments:

    Post a Comment