Thursday, 7 April 2022

মোবাইল দিয়ে নিজের নামের রিংটোন তৈরি করুন

 

আসসালামুআলাইকুম বন্ধুরা। আশাকরি ভাল আছেন। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন আটিকেল নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনাদের হাতে থাকা ছোট্ট মোবাইলটি দিয়ে কিভাবে আপনারা নিজেদের নামের রিংটোন তৈরি করবেন।

 

 

প্রথমে আপনারা চলে যাবেন fdmr  party নামের একটি ওয়েবসাইটে। https://fdmr.party/name-ringtone-maker.php এই ওয়েবসাইটে।

 

 

তারপর সেখানে আপনারা দেখতে পাবেন সেখানে ভাষা সিলেক্ট করতে হবে। যে ভাষা পছন্দ বাংলা, ইংরেজি বা হিন্দি সিলেক্ট করে দিতে পারেন। এরপর সেখানে আপনাদের নাম সিলেক্ট করে দিবেন এবং ব্যাকগ্রাউনড রিংটোন সিলেক্ট করবেন। নিচের কিছু অপশন থাকবে যেখানে আমরা সিলেক্ট করে দিতে হবে যে আপনারা আপনাদের নামের পরে কি শুনতে চান। সেটি সিলেক্ট করে দেওয়ার পরে নিচে শেয়ার অপশনে দিলে আপনাদের রিংটোন সেভ হয়ে যাবে।

 

 

এভাবে আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা ছোট্ট মোবাইল দিয়ে সাহায্যে আপনাদের নিজেদের নামের রিংটোন সেভ করতে পারবেন।

 

 

আমার আজকের আর্টিকেল এ পর্যন্ত ছিল। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।

0 comments:

Post a Comment