বর্তমান যুগে আমরা সকলেই মোবাইল ফোন ব্যবহার করি৷ কিন্তু অনেক সময় মোবাইল অসাবধানতা বশত পানিতে ভিজে যায়, বৃষ্টিতে ভিজে যায় অথবা বালতি ভর্তি পানিতে পড়ে যায়।
অ্যান্ড্রয়েড মোবাইল বা যেকোনো মোবাইল ফোন পানিতে পড়লে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। পানি হিচ্ছে ইলেকট্রনিকস ডিভাইসের অন্যতম বড় শত্রু। সকল ডিভাইস নষ্ট করার ক্ষমতা পানির রয়েছে।
মোবাইল হঠাৎ করে পানিতে পড়ে গেলে আমরা কিভাবে তা ঠিক করতে পারি বা কি ব্যাবস্থা নিতে পারি সে বিষয়ে জানা খুবই জরুরি। কারণ আমাদের প্রায়ই এমন অবস্থার মধ্যে পড়তে হয়।
আপনি চিন্তা করে দেখুন এমন সমস্যার মধ্যে আপনি কখনো না কখনো পড়েছিলেন। তখন ঠিক কি করতে হবে তা না জানার ফলে আমাদের হাতের মোবাইল ফোনটি নষ্ট হয়ে যায়। তাই আপনি যদি সঠিক ধারণা রাখেন এবং মাথা ঠান্ডা রেখে উপযোগী কাজগুলো করতে পারেন তাহলে আপনার মোবাইল ফোনটি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন।
পানি কেন মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইসের শত্রু?
বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা করা যাক। পানি গঠিত হয় অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে। অন্যদিকে ইলেক্ট্রনিক্স ডিভাইসে যেসব পদার্থ ব্যবহার করা হয় সেগুলোতে কার্বন থাকে। তাই অক্সিজেন যখন কার্বনের সংস্পর্শে আসে তখন তারা পরস্পর বিক্রিয়া করে এবং কার্বন-ডাই অক্সাইড তৈরি করে। রাসায়নিক বিক্রিয়া ঘটার কারণে ডিভাইসটি নষ্ট হয়ে যায়।
আবার অনেক সময় লক্ষ্য করবেন, ডিভাইসে পানি প্রবেশ করলে পানি ভিতরে গড়াগড়ি করে। মোবাইলের ডিসপ্লে খুব একটা ক্ষতি না হলেও হার্ডওয়্যারের অনেক ক্ষতি হয়৷
মোবাইল ফোন পানিতে পড়ে গেলে করণীয়
আপনার মোবাইল ফোনটি যদি পানিতে পড়ে যায় তাহলে দ্রুত পানি থেকে ফোনটি তুলে নিন। কারণ পানি হচ্ছে অন্যতম প্রধান শত্রু। পরবর্তী ধাপ গুলো নিচে বর্ণনা করা হলোঃ
মোবাইলের ব্যাটারি যাচাইকরণ
যদি মোবাইল ফোন পানিতে ভিজিয়ে নষ্ট করে ফেকেন তাহলে ফোনে থাকা ওয়ারেন্টি কোনো কাজেই আসবেনা। তাই পানিতে ভেজার পরে মোবাইল ফোনের ব্যাটারিটি খুলে ফেলুন এবং ভালো করে যাচাই করুন। সাদা রঙ্গের ক্ষুদ্র আকারের স্টিকার ব্যাটারিতে থাকে। যদি আর্দ্রতা পায় তাহলে এটি গোলাপি বা লাল রঙ ধারণ করে ফেলে।
মোবাইল ফোন দ্রুত বন্ধ করে ফেলা
পানিতে ভিজলে আমরা অনেকেই এই ভূলটা করে থাকি যে, পানি থেকে তুলে ঝাকাঝাকি করি। এক্ষেত্রে মোবাইল দ্রুত বন্ধ করে ব্যাটারি খুলে ফেলতে হবে। তারপর তাড়াতাড়ি নরম কাপড় বা টিস্যু দিয়ে সাধ্যমতো সকল ভেজা স্থান ভালো করে মুছতে হবে৷ সিম কার্ডও খুলে ফেলতে হবে। মোবাইলের কভার, হেডফোন ইত্যাদি অংশগুলো আলাদা করুন। তারপর শুকাতে দিন। কড়া রোদে শুকানোর প্রয়োজন নেই।
মোবাইল ফোনে লেগে থাকা পানি মুছে ফেলুন
মোবাইলের বাইরে লেগে আছে এমন পানি মুছতে নরম শুকনা কাপড় বা পেপার টাওয়েল ব্যবহার করা ভালো। আবার ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করেও পানি শুকাতে পারেন। মোবাইল ফোন শুকানোর জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহারে সতর্ক হোন। খুব কাছে থেকে এই যন্ত্র ধরবেন না। হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো মোবাইল ফোন শুকানোর ক্ষেত্রে।
চালের মধ্যে রাখতে পারেন
শুনে অবাক মনে হলেও এট সত্যি। চালের মধ্যে রয়েছে দারুণ পানি শোষণ ক্ষমতা। বাতাস চলাচল করতে পারেনা এমন একটি শুকনো প্লাস্টিকের ব্যাগ অথবা কনটেইনারের মধ্যে ফোনটি রাখতে পারেন। চাল ভেজা জিনিসের মধ্যকার পানি শুষে নিতে পারে। তাই ব্যাগভর্তি বা পাত্রভর্তি চালের মধ্য ফোনটি রেখে দিতে পারেন। এই সময়ে ব্যাটারি সংযোগ দেয়া বা ফোন চালু করা থেকে বিরত থাকুন। মোবাইল ফোনটি চালু করার পূর্বে প্রায় ২৪ ঘন্টা এভাবে রেখে দিলে ভালো ফল পাবেন।
চালু করার আগে ফোনের বিভন্ন স্থানে পানি জমে আছে কিনা তা ভালোভাবে যাচাই করে নিন। যদি কোথাও ভেজা বা মোছা বাকি থাকে তাহলে মুছে ফেলুন অথবা ভালোকরে শুকিয়ে নিন। যদি মোবাইল চালু না হয় তাহলে ব্যাটারি খুলে রাখুন এবং সার্ভিসিং এর জন্য নিয়ে যান।
মোবাইল ফোন ফ্যানের বাতাসে শুকানো যাবে কিনা
এর উত্তর হচভহে না। আপনার মোবাইল ফোন ভিজে গেলে ফক্সানের বাতাসে খোলা ঘরের মধ্যে শুকাবেন না। আবার হেউয়ার ড্রায়ার ব্যবহার তো করবেনই না। ফোনে কোনো গরম বাতাস লাগানো যাবেনা। তবে এয়ার কন্ডিশন ভেন্টের সামনে কিছুক্ষণ ধরে রাখতে পারেন।
আজকে এ পর্যন্তই। আশাকরি আজকের আলোচনা থেকে বুঝতে পেরেছেন মোবাইল ফোন পানিতে ভিজে গেলে কি করবেন। ধন্যবাদ।
0 comments:
Post a Comment