Thursday, 7 April 2022

ফেসবুক পেইজ খুলে বুস্ট করলেই কি অনলাইন বিজনেজ শুরু হয়ে যায়?

 

বর্তমান সময়ে মার্কেটিং এর জন্য ফেসবুক বুস্ট একটি বহুল আলোচিত শব্দ। জেনে হোক আর না জেনে হোক যারা নতুন ব্যবসা শুরু করে তারা সবাই কমবেশি বুস্ট করে থাকেন।

 

আজ আমি ফেসবুক বুস্ট নিয়ে রিয়েল লাইফ অভিজ্ঞতা শেয়ার করবো।

পেইজ ওপেন করলাম, বুস্ট করলাম! শুরু হয়ে গেল অনলাইন বিজনেস! এবার বিস্তারিত আলোচনা করা যাক। কিছু ফেসবুক পেইজ ওনার আমাকে যা বলেন…

  • ভাই ৫ ডলার বুস্ট করলে কত রিচ হবে?
  • পেইজের জন্য কোনটা ভাল হবে প্রমোট নাকি বুস্ট?
  • ১৮-৫০ বছর টার্গেট করে বুস্ট করবেন।
  • ৫ ডলার ২ দিন বুস্ট করেন।
  • অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন করলে বলে ভাইয়া বুস্ট ডিটেইলস দেখতে পারছিনা, বুস্ট অপশন থেকে করেন।
  • মেসেজ অপশনে বুস্ট করলে বলে টিউনে তো লাইক আসে না/ রিচও কম।
  • ১ ডলার বুস্ট করে দেখি রেসপন্স কেমন আসে। ভাল আসলে পরে আরও বেশী করে করবো।
  • ১০০০ লাইক কত টাকা?
  • অনেকে তো ডলার রেট ৭০/৮০ টাকা করে নেয় আপনি বেশী চান কেন?

🙂 আমি আর পেইজ ওনার এর কথোপকথন!
🔷 আমি: আপনার পেইজে তো মাত্র ১০০ লাইক বুস্ট না করাই ভাল।
🔶 পেইজ ওনার: করেন ভাইয়া সমস্যা নাই।
🔷 আমি: ছবিগুলো ভাল হয় নাই। বুস্ট করলে রেসপন্স আসবে না।
🔶 পেইজ ওনার: করেন ভাইয়া, দেখি কি হয়?
🔷 আমি: টিউন ডিটেইলস ভাল করে সাজিয়ে লিখুন।
🔶 পেইজ ওনার: আচ্ছা ভাইয়া এডিট করতেছি
🔷 আমি: কিছু পেইজ ভাল করে দেখুন। সময় নেন। আপনার পেইজটাও ভাল করে সাজান। ভেবে-চিন্তে বুস্ট করুন।
🔶 পেইজ ওনার: আচ্ছা ভাইয়া।

বুস্ট করলে অনেক সময় অর্ডার আসে, আবার অনেক সময় আসে না।
(এটাই বাস্তবতা। কারন অনেক সময় ১০০ টা মেসেজ ২টা অর্ডার, আবার অনেক সময় ১০ টা মেসেজ কিন্তু ৫ টা অর্ডার)
ভাল রেসপন্স/ অর্ডার কি আসবে এভাবে?

🔷 অনেক পেইজে তো ভাল ১০ টা পোস্টই থাকে না। আবার অনেক পেইজের
🔷 সেটআপ (পন্য/সেবা রিলেটেড কভার পিক, প্রফাইল পিক, ক্যাটাগরি, ঠিকানা, ফোন নাম্বার, বিজনেস ডিটেইলস) আপডেট থাকে না।

🔷 অনেকে স্ক্রিনশট নিয়ে এডিট না করে সেই পিক টিউন করে বুস্ট করতে বলেন।

🔷 অর্ডার করতে ইনবক্স করুন। শুধু এটুকু লিখে টিউন করে।
🔷 অনেকে এত বেশী শেয়ার করেন যে পেইজ রেসট্রেক্টেড হয়ে যায়
🔷 অনেক পেইজের টিউন ইমেজে ৫০% লেখা থাকে।
🔷 পেইজ/টিউনের ছবিতে অন্য পেইজের নাম লেখা থাকে।
🔷 ক্রিয়েটিভ কনটেন্টে/ইমেজ খুব কম পেইজেই থাকে।

কোন রকম পেইজ সাজিয়ে কোন রকম বুস্ট করলেই ভাল রেসপন্স আশা করা যায় না।

পরামর্শ:

  • আগে পেইজটা ভাল করে সাজান।
  • ভাল মানের ছবি/ ক্রিয়েটিভ ছবি ব্যবহার করেন।
  • টিউন ডিটেইলস/কনটেন্ট ভাল করে সাজিয়ে লিখুন।
  • বুস্ট/প্রমোট সম্পর্কে ভাল করে জানার চেষ্টা করুন।
  • আপনার অডিয়েন্স সম্পর্কে জানার চেষ্টা করুন।
  • সম্ভব হলে পিক্সেল সেটআপ করে রি-টার্গেটিং করুন।
  • সব সময় অ্যাড ম্যানেজার থেকে বুস্ট রান করার চেষ্টা করুন।
  • মিনিমাম চার দিনের জন্য বুস্ট করবেন।
  • ডলার রেট/কারেন্সি সম্পর্কে জানুন।
  • সামান্য চেষ্টা করলে গুগল থেকে অনেক কিছু জানতে পারবেন।
সবকিছু ভাল করলেই কি ভাল রেসপন্স আসবে?
আসবে, বেশী না আসলেও কম আসবে। অন্য ৫ টা পেইজে ভাল রেসপন্স আসলে আপনার পেইজেও আসবে।
ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।

0 comments:

Post a Comment