আসসালামুল আলাইকুম, আজকে আমরা আপনাদেরকে কিছু টিপস দেব। কিভাবে Website এ Google Maps যোগ করবেন। প্রথমে আপনাকে Google গিয়ে সার্চ দিতে হবে Google Maps লিখে। আপনার সামনে Google Maps চলে আসবে। এরপর আপনি Location ঠিক করে নিতে হবে। আপনার Website এ কোন জায়গাটির Location দিবেন। সেখানে গিয়ে আপনি 2D অথবা 3D আকারে মানচিত্র দিতে পারবেন।
- প্রথমে যদি আপনি Google Maps যোগ করতে চান তাহলে আপনার Website এর কোথায় দিবেন তা সঠিক ভাবে নির্ণয় করে নিতে হবে।
- তারপর একটি Google Maps এ গিয়ে একটি কোড কপি করতে হবে। কোডটি পাবেন Menu বারে ক্লিক করে Share or Embad Map এ। আরাও Share or Embad Map ক্লিক করতে হবে। সেখানে গিয়ে Embad Map এ ক্লিক করার পর একটি কোর্ড পাবেন। সেটি কপি করে আপনার Website এ Paste করতে হবে।
আপনি বড় ও ছোট আকারের নিয়ে নিতে পারবেন। আপনি Footer bar or Side bar এ ও বসাতে পারবেন।
WordPress এর মাধ্যমে কিভাবে করবেন তা দেখতে এখান ক্লিক করুন।
0 comments:
Post a Comment