আইডিএম নিয়ে নতুন করে কিছু বর্ণনা দেবার কিছু নাই। আমরা সবাই জানি আইডিএম ডাওনলোড জগতের সবচাইতে জনপ্রিয় একটি সফটওয়্যার। তাই আইডিএম নিয়ে প্রতিনিয়তই টিউন আপডেট করা হয়, আইডীএমের নতুন ভার্সন আপডেট হয়েছে। তাই নিয়ে এলাম আপনাদের জন্য আইডিএম এর নতুন ভার্সন প্যাচ সহো। আইডিএম ৬.২৬
নতুন কি কি আছে এই ভার্সনে
ইদানিং অনেকেই হয়তো দেখে থাকবেন বিভিন্য ভিডিও সাইট থেকে ভিডিও ডাওনলোডে অনেক ঝামেলা হয়, আইডিএম ঠিক ঠাক মতো কাজ করে না, এই সমস্যটি ছাড়াও আরো কিছু সমস্যা ফিক্সড করা হয়েছে এই ভার্সনটিতে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে,
ডাওনলোড করে নিন, আইডিএম ৬.২৬ বিল্ড ৭
ডাওনলোড করুন ঃ এখান ক্লিক করুন
কিভাবে ইন্সটল করবেন?
প্রথমে উপরে দেয়া লিংক থেকে ডাওনলোড করে নিন সফটওয়ারটি। একটি জিপ ফাইল পাবেন, ডাওনলোড হয়ে গেলে জিফ ফাইলটি Extract করুন, তারপর প্রথমে আইডিএম সফটওয়্যারটি ইন্সটল করে নিন, আইডিএম ইন্সটল হবার পর সফটওয়্যারটি থেকে EXIT করুন । এর পর আরো একটি ফোল্ডার পাবেন জিপ ফাইলের ভিতর। ফোল্ডারটি ওপেন করুন এবং দেখুন একটি সফটওয়্যার আছে Patch নামে, সফটওয়্যারটি ওপেন/Run করুন.
সফটওয়্যারটি ওপেন হবার পর দেখুন দুইটি খালি বক্স আছে, ইচ্ছেমত দুইঘরে দুইটি নাম বসিয়ে দিয়ে Patch বুতামে ক্লিক করুন, সিলেক্ট টার্গেট ফাইল নামের একটি উইন্ডো ওপেন হবে, টার্গেট ফাইলটি হলো আপনার ইন্সটল করা আইডিএম সফটওয়্যারটি, আশাকরি বুঝেছেন কি করতে হবে, না বুঝলে উইন্ডোটি থেকে C:Program Files (x86)Internet Download Manager এই লোকেসনে জান দেখুন একটি আইডিএম ম্যান (Idman) একটি আপ্লিকেসন আছে, Idman সিলেক্ট করে উইন্ডোটিতে থাকা OPEN অপশনে ক্লিক করুন ব্যাস আপনার কাজ শেষ, এবার নিসচিন্তে ব্যবহার করতে থাকুন, এখনো বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন
0 comments:
Post a Comment