Thursday 26 April 2018

এখন আপনি মুখে যা বলবেন তাই করে দিবে আপনার মোবাইল ফোন তা বলে Google Assistant না তবে আপনার কাজ করে দিবে গুগলের একটি অ্যাপ




আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন।

সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।

তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় যার মাধ্যমে আপনি মুখে যা বলবেন আপনার মোবাইল সেই কাজ করে দিবে।

তো এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।

অ্যাপ টি গুগলের অফিসিয়াল একটি অ্যাপ।

কিন্তু সমস্যা হচ্ছে অ্যাপ টি গুগল বাংলাদেশের জন্য এখন ও এলাও করে নি।

তাই প্লে স্টর থেকে ডাউনলোড করতে পারবেন না।

নিচের লিংক এ ক্লিক করে ডাউনলোড করে নিন।

অ্যাপ টির সাইজ মাত্র ৪ এমবি।


click here to download


ডাউনলোড করা হয়েগেলে ওপেন করুন।


ওপেন করাতে গেলে আপনাকে নিচের স্ক্রিনশট এর মতো দেখাবে সেখান থাকে নিচের স্ক্রিনশট এ যেরকম দেখানো হয়েছে সেরকম কার করুন।





তারপর নিচে থেকে voice access on করে দিন।





তারপর




তারপর কয়েকবার নেক্সট নেক্সট চাপুন।




বেস্ আপনার কাজ শেষ।

এখিন দেখুন আপনার মোবাইলে নিচের স্ক্রিনশট এর মতো একটি আইকন এসেছে।

সেখানে ক্লিক করুন।

ক্লিক করলে আপনার মোবাইলের সব ক্লিক বাটনের সামনে নাম্বার সোউ করবে।

এখান থেকে আপনি যেটা ব্যবহার করতে চান শুধু মুখে বলবেন সেটা অন হবে।

যেমন আপনি বলবেন নাম্বার 2 তখন নাম্বার ২ এ থাকা অপশনটিতে ক্লিক পড়বে এবং কাজ করবে।

আমি স্ক্রিনশট দিতাম পারলাম না কারো রি অবস্তায় স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না।

0 comments:

Post a Comment