Monday 16 October 2017

দেখে নিন কিভাবে iphone এর screen record করবেন

আজ আমি দেখাব কিভাবে কিভাবে আইফোন এর স্ক্রীন রেকর্ড করবেন। তে চলুন শুরু করি।
প্রথমে এই সাইটি তে যান  iemulators.com
তারপর  অ্যাপসে এ ক্লিক করুন
তারপর EveryCord  এ ক্লিক করুন
চাইলে  ভিডিও  টিউটোরিয়াল দেখতে পারেন।

তারপর  Download এ ক্লিক করুন >>Install
অ্যাপস টি ইন্সটল এর পর ওপেন হবে না। ওপেন করতে সেটিং এ যাবেন Settings>General>Device Management
তারপর Xiamen Cloud Top Information এ ক্লিক করবেন। then EveryCord >>Trust এ ক্লিক করবেন।
এখন অ্যাপটি ওপেন হবে।









অ্যাপটি ওপেন করে প্রথমে রেকর্ড  ফাইল টির একটি নাম দিতে হবে।  Then doen >> Yes .
এবার নিচের ইমেজ এর মত DONE  লেখা  আসবে, এখানে ক্লিক করবেন না। ক্লিক করলে রেকর্ড  বন্ধ হয়ে যাবে। রেকর্ড   অটো শুরু হবে।
রেকর্ড  বন্ধ করতে Done এ ক্লিক করুন। এবার ভিডিও টি  compiling হবে।
My Recordings  থেকে ভিডিও টি ক্যামেরা রোলে সেভ করতে পারবেন। শেয়ার করতে পারবেন।
ধন্যবাদ।

0 comments:

Post a Comment