Monday 16 October 2017

কিভাবে Delete না হওয়া Folder or File Delete করবেন আপনার কম্পিউটার থেকে


কেমন আছেন সবাই? আশাকরি ভালই আছেন।
আব্রো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেক টি টিউটোরিয়াল নিয়ে।
আমি কিছুদিন ধরে একটি সমস্যায় পড়ছিলাম। যা হলঃ আমার ল্যাপটপ থেকে কিছু ফাই এবং ফোল্ডার ডিলিট হচ্ছিল না।
ডিলিট করতে গেলা Item Not Found দেখাত।
ভাবলাম যদি আপনারাও কখনো এমন সমস্যার সম্মুখীন হন তাহলে কিভাবে সমাধান করবেন তার একটা টিউটোরিয়াল বানিয় শেয়ার করি আপনাদের সাথে।
আপনাদের যদি আমারমত এমন সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা খুব সহজেই তা সমাধান করে নিতে পারবেন।
এইরকম Delete না হওয়া ফল্ডার বা ফাইল ডিলিট করার জন্য আমরা WINRAR নামের একটি সফটওয়্যার ব্যবহার করব। আশা করি এই সফটওয়্যারের সাথে আপনারা সবাই পরিচিত।
  • প্রথমে আমরা winrar এর সাহায্যে ফল্ডার টি Compress করব তারপর খুব সজজেই ডিলিট করে ফেলব।

তো চলুন বিস্তারিত ভিডিও দেখে শিখে নিনঃ

 winrar ডাউনলোড করার জন্য Google এ খুজুন।
আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

0 comments:

Post a Comment