Thursday 5 October 2017

এবার আনলিমিটেড Gmail একাউন্ট খুলুন এন্ড্রয়েড সফটয়ার দিয়ে



কেমন আছেন সবাই, আশাকরি সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো, আনলিমিটেড Gmail একাউন্ট বানানোর এন্ড্রয়েড সফটয়ার।
সফটয়ারটি একজনের কাছথেকে পেয়ে অনেকগুলো জিমেইল বানালাম, ভাবলাম টেকটিউনসে শেয়ার করি।
ভাবলাম  টেকটিউনস থেকে অনেক কিছু নিয়েছি, দিতে পারিনি কিছুই। তাই চিন্তা করলাম কাজের একটি সফটয়ার যেহেতু হাতে আছে তাহলে টেকটিউনসে শেয়ার করি,যদি কারো উপকারে আশে তাহলেই আমার টিউন সার্থক।
কথা না বাড়ীয়ে চলুন দেখি কিভাবে এই সফটয়ারটি ব্যবহার করবো।
প্রথমে নিচথেকে  ukgmail.apk সফটয়ারটি ডাউনলোড করুন
এবার ভিপিএন সফটয়ারটি ডাউনলোড করুন
ইচ্ছে করলে অন্যকোন ভিপিএনও ব্যবহার করতে পারেন।
ব্যবহারের প্রক্রিয়া ভালো ভাবে অনুসরন না করলে কাজ নাও করতে পারে তাই, ব্যবহারের নিয়ম ভালোভাবে দেখেনিন।
প্রথমে ukgmail.apk ডাউনলোড করে ইন্সটাল দিন ওপেন করবেননা,
তারপর ভি পি এন টি ডাউনলোড করে ইন্সটাল করে ওপেন করুন তারপর লোকেসন UK মানে unaited kingdom
সিলেক্ট করুন,
তারপর, ukgmail.apk ওপেন করে একটি লিগাল জিমেইল দিয়ে সাইন আপ করুন,
তারপর রেজিস্ট্রেসন হয়ে গেলে তাদের সার্ভার থেকে প্রতিদিন ৩০ টি জিমেইল খুলতে পারবেন।
পরবর্তিতে আমি দেখাবো কিভাবে প্রতিদিন আনলিমিটেড জিমেইল খোলাযায়।

3 comments: