Sunday 18 June 2017

যে কোনো ডকুমেন্ট ফাইল কে এবং ওয়েবপেজ কে পিডিএফ (Pdf)ফাইলে রুপান্তর করার জন্য দারুন এক সফটওয়্যার

আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? 

আশা করি সবাই ভালো আছেন কারন টেকটিউনস এর সাথে যারা আছে তারা সব সময় ভালোই থাকে এবং আগামীতে ভালে থেকে এই কামনা রইলো। 

আমার টিউনটার টাইটেল দেখে আশা রাখি বুঝতে পেরেছেন। 

আর আরো ভাল ভাবে যেন বুঝতে পারেন সে ক্ষেত্রে আমি আপনাদের জন্য নিয়ে এলাম সর্বশেষ আপডেট DoPDF 7.0.323

Pdf file বানানোর জন্য অনেক সফটওয়্যার আছে, 

কিন্তু এর অনেক গুলো কাজ করে না, 

অনেক গুলাতে শব্দ ভেংগে যায়, অনেক গুলাতে ফন্ট প্রব্লেম হয়। 

আমি নিজে এই সফটওয়্যার ট্রাই করে দেখেছি। এতে কোনো প্রব্লেম হয় না।

এটা ইনস্টল করার পর একে ডিফল্ট বানাতে হবে। 

তারপর যে কোনো ডকুমেন্ট কে প্রিন্ট করলেই পি ডি এফ আকারে সেভ হবে।






ভাল থাকবেন সবাই, আল্লাহ হাফেজ

0 comments:

Post a Comment