Monday 19 June 2017

[HOT] আপনি এবার ফেসবুকে খেলা লাইভ দেখান নিজের Android Mobile দিয়ে। সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল।

“”আসসালামু আলাইকুম “”

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। 

আমারা সবাই ফেসবুক লাইভ অপশনটির সাথে সাবাই কম বেশি পরিচিত। 

এই অপশনের ম্যাধ্যমে আমারা ফেসবুকের লাইভ এ আসতে পারি। 

অনেক সময় আমারা ফেসবুকে খেলাধুলা, টিভি শো ইত্যাদি লাইভ দেখতে পাই। 

আজ আমি শিখাব কি ভাবে মোবাইল দিয়ে খেলা লাইভ দেখাবেন। 

স্মার্ট ফোন মানে আপনি Android ফোন দিয়ে খুব সহজে খেলা লাইভ দেখতে পারবেন। 

এর ফলে আপনি পেজে লাইক + টিউমেন্ট পাবেন অনেক। 

এমনকি নিজের প্রোফাইলে ফলোয়াস বাড়াতে পারবান।

আর কথা না বাড়িয়ে কাজের কথাই আসি।



প্রথমে আপনাকে একট সফটওয়্যার গুগল প্লেস্টোর থেকে ইনিস্টল দিতে হবে। 




তার পর সফটওয়্যারটি ওপেন করতে হবে। 

ওপেন করার পর Account খুলতে হবে। 

Account খুলার জন্য Create Account এ ক্লিক করতে হবে।

Usarname দিয়ে Create Account এ আবার ক্লিক করতে হবে




তার পর নিচের মত আসলে Continue তে ক্লিক করতে হবে।




তার পর নিচের মত আসলে notification icon এ ক্লিক করে Account কমপিলিট করতে হবে।




Account কমপিলিট করার জন্য পাসওয়ার্ড, আর ইমেল বসাতে হবে। নিচের মত। 

তার পর একটি ইমেল পাবেন। 

ইমেল এ দেওয়া লিংক এ ক্লিক করে ভেরিফিকাশন কমপিলিট করতে হাবে।




তারপর নিচের সিফট ফলো করেন।





নিচের মত আসলে Add More game এ ক্লিক করে আপনি যে সফটওয়্যার নিয়ে খেলা লাইভ দেখাতে চান তা টিক চিহ্ন করে ব্যাক বাটনে চাপ দিয়ে বেরিয়ে এসে, দেখতে পাবেন অই Apps টি শো করবে।





তার পরে অই apps এ ক্লিক করলে apps টি ওপেন হয়ে যাবে। তার পর live stream এ ক্লিক করলে নিচের মত আসবে।





উপরের মত আসার পর আপনাকে ফেবুসক সিলেক্ট করে দিতে হবে। নিচের মত 




তার পর next এ ক্লিক করলে facebook এ লগিন করতে বলবে। লগিন করারা পর সব কিছু ok করার পর একট বক্স আসবে। নিচের মত




ওখানে আপনার বিষয়টি লিখে আপনি কোথায় লাইভ দেখাতে চান তা সিলেক্ট করে ok দিলে live stream আপনার সিলেক্ট করা স্থানে শো করবে। 

নিজের প্রোফাইল এ লাইভ ভিডিও Friend হয়ে চলতে থাকে। 

তার জন্য অন্য মোবাইল দিয়ে নিজের আইডিতে login দিয়ে পাবলিক করে দিলেই সবাই খেলা লাইভ দেখতে পারবে।




ধন্যবাদ। 

সাবাই ভাল থাকবেন।

1 comment:

  1. ফেইসবুকে লাইভ খেলা দেখালে violence ধরে এর থেকে মুক্তির কোন উপায় আছে?

    ReplyDelete