Friday 26 May 2017

এবার হারিয়ে যাওয়া মোবাইলের IMEI বের করুন সহজেই

সবার আগে বলে রাখি যারা যানেন তারা কটুক্তি করবন না প্লিজ।

সবাইকে শুভেচ্ছা।

বিষয় বস্তু দেখে বুঝেই গেছেন কি নিয়ে টিউন করব। অনেক অবাগা আছেন নিজের প্রিয় মোবাইল ফোন টি কে হারিয়ে আফসোস করছেন।

কিন্তু কিছুই করার নাই আপনার কারন আপনার কাছে মোবাইলের প্রয়োজনীয় কাগজ-পত্র নাই বা সংগ্রহে রাখতে পারেন নাই। 

এজন্য আইনের আশ্রয়ও নিতে পারছেন না। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনী ইচ্ছে করলেই আপনার মোবাইলটি খুজে দিতে পারে, পারে বৈকি সফলও হচ্ছে। 

আপনি আপনার পছন্দের মোবাইলটি হারিয়েছেন কিন্তু IMEI নাম্বার জানা নেই তাই অগ্রসর হচ্ছেন না। নিচের দেওয়া ট্রিক্সগুলি লক্ষ করুন পেয়ে যাবেন আপনার IMEI সহ যাবতীয় তথ্য।

আপনি যদি প্লে স্টোর ব্যবহার করেন তাহলে অবশ্যই গুগলের ই-মেইল আইডি ব্যবহার করেছেন। যদি আপনার ই-মেইল এবং পাসওয়ার্ড মনে থাকে তাহলেই কাজটি করতে পারবেন।

শুরু করি ঃ

১। google.com এ যান, আপনার কাঙ্খিত ইমেইল এড্রেসটি দিয়ে লগইন করুন নিচের মত।


লগইন হলে নিচের মত দেখতে পাবেন।


২। এবার https://www.google.com/settings/dashboard এই লিংকটি তে যান নিচের চিত্রের ন্যার google Dashboard নামে একটি পেজ পাবেন।


নিচ থেকে এন্ড্রয়েড ট্যাবে ক্লিক করলে আপনি যে ডিভাইসগুলিতে এই ই-মেইল এড্রেসটির মাধ্যমে লগইন করেছেন তার ডিটেইল শো করবে + সবচাইচে মজার জিনিস আপনার মোবাইলের IMEI দেখতে পাবেন।
নিচের চিত্রে দেখেন ঃ


আজ এই পর্যন্ত আর কিছু লিখলাম না ভালো লাগলে টিউমেন্ট করবেন 

আমি আবারও বলছি যদি কেউ আগে এই ট্রিক টি জেনে থাকেন তাহলে খারাপ টিউমেন্ট করবেন না প্লিজ।

ধন্যবাদ

0 comments:

Post a Comment