Friday 26 May 2017

ফ্রিতে জানুন কিভাবে Facebook Post Boost করতে হয়

আজকাল দেশে যেমন বাড়ছে মানুষ তেমন বাড়ছে চাহিদা। 

সারা বিশ্ব এখন প্রযুক্তি প্রেমিক/প্রেমিকার ভরপুর। বিশ্ব এখন যানজটে ভরা। আপনি আপনার ব্যবসার পণ্য সামগ্রী আপনার অফিস বা প্রতিষ্ঠান থেকে সারা দেশে প্রচার করতে পারেন। 

আর বর্তমানে ফেসবুক হলো মার্কেটিং জগতের শেরা মাধ্যম। 

কিন্তু অনেকে আছে যারা ফেসবুকে প্রচার করেও তাদের পন্য সেল করতে পারছেন না। আসলে আপনার র্টাগেটে কোন ভুল আছে বলে আপনি সঠিক ক্রেতা বা গ্রাহক পাচ্ছেন না। 

আজ আমি আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচিত করে দিব যেটা আপনার র্টাগেট সেটা ফিলাপ হবে।

  • ১। আপনার পেইজে প্রবেশ করে আপনি যে টিউনা বোষ্ট করতে চান ? সেটার নিতে Boost Post লেখা দেখবেন।
  • ২। ক্লিক Boost Post নিচের ন্যায় এমন চিত্র দেখাবে।
  • ৩। আপনার পেইজের ক্যাটগরি অনুযায়ী যে হয় এমন একটি বাটন যুক্ত করুন।
  • ৪। Edit অপশনে ক্লিক করুন নিচের ন্যায় একটি চিত্র আসবে।  আপনার বোষ্ট টিউনটি মহিলা বা পুরুষ মানুষকে দেখাতে চান ? তা নির্বাচন করে দিন। 

  • সেই সাথে বয়স নির্বাচন করুন। আপনি কত থেকে কত বয়সের মানুষকে আপনার টিউনটি দেখাতে চান ? তা নির্বাচন করে দিন।

  • তারপর ইন্টারেষ্ট অপশন থেকে নির্বাচন করুন যে আপনি কোন শ্রেণির মানুষকে আপনার বিজ্ঞাপন দেখাতে চান।
  • ৫।  তারপর বাজেট নামে অপশন থেকে দৈনিক কত টাকা বা ডলারের  বোষ্ট করতে চান তা নির্বাচন করে দিন।

৬।


৭। এবং সব শেষে Boost অপশনটিতে ক্লিক করুন।

যদি ভাললাগে অবশ্যেই টিউমেন্ট করে জানাবেন। না বুঝে থাকলে আমাকে জানাবেন।

0 comments:

Post a Comment