Friday 26 May 2017

একটি মাউস, কিবোর্ড দিয়ে একাধিক কম্পিউটার নিয়ন্ত্রন করতে চান? (সব চেয়ে সহজ উপায়ে)

আপনার কি একাধিক কম্পিউটার বা ল্যাপটপ আছে? 

একই সাথে যখন একাধিক কম্পিউটার ব্যবহার করেন তখন কি আলাদা আলাদা কিবোর্ড, মাউস ব্যবহার করে থকেন? 😕 

উত্তর হ্যাঁ হয়ে থাকলে এই টিউনটি আপনার জন্য আলাদিনের দৈত্ত হয়ে যেতে পারে 😻 কেননা, এখন থেকে আপনি একটি মাত্র মাউস, কিবোর্ড দিয়েই একই সাথে একাধিক পিসি নিয়ন্ত্রন বা ব্যবহার করতে পারবেন। 

এ বিষয়ে টেকটিউনসের সুপ্রিম টিউনার ফাহাদ ভাই অনেক আগেই একটি টিউন করেছেন, চাইলে সেটিও এখান থেকে দেখে আসতে পারেন। 🙂


এ কাজ করার জন্য প্রথমেই আপনাকে ১.২ মেগাবাইট সাইজের একটি ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। 😆

https://www.mediafire.com/?adytc8qakgpdnq1

কিভাবে ইন্সটল ও সেটআপ করবেন তা জানতে নিচের ভিডিওটি দেখুন। 



আর হ্যাঁ ভিডিও দেখার পূর্বে যতগুলো পিসিতে একই মাউস বা কিবোর্ড ব্যবহার করতে চান ততগুলো পিসিতেই উক্ত সফটওয়্যারটি ইন্সটল করে নিন। 🙄

টিউনটি যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানাতে ভূলবেন না যেন। 

আর সেটআপ করতে গিয়ে যদি কোন প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই টিউনের নিচে টিউমেন্ট করে জানাবেন। 🙂

0 comments:

Post a Comment