Wednesday 22 February 2017

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Teachers Training Information System (TTIS)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Teachers Training Information System

                                         ( TTIS )

প্রথমেই আমার ছালাম নিবেন;

আশা করি সবাই ভাল আছেন; আমিও আল্লাহর রহমতে ভাল আছি।

 আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন একটি টপিক নিয়ে।

কলেজ শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক এর যৌথ অর্থায়নে 130 মিলিয়ন ইউএস ডলার ব্যয়ে

 College Education Development Project (CEDP) এর আওতায় 5 (পাঁচ) বছর ব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়সমূহের অধ্যক্ষ,

 উপাধ্যক্ষসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্সে  পাঠদানকারী শিক্ষকদের জন্য শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা

বিষয়ক প্রশিক্ষণ/লিডারশীপ ট্রেনিং/মাস্টার ট্রেইনার ট্রেনিং/বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের প্রস্তুতি চলছে।

 The University Nottingham Malaysia Campus (UNMC) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ সকল প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্সে পাঠদাকারী শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য কলেজের অধ্যক্ষ,

উপধ্যক্ষসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর অধিভুক্ত বিষয়সমূহের নিয়মিত নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক এর

তথ্য অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট-www.nu.edu.bd এর TRAINING মেন্যুতে 

TTIS - Teachers Training Information System এর মাধ্যমে আগামী 28 ফ্রেরুয়ারী তারিখের মধ্যে 

প্রেরণ করার জন্য অনুরোধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

ভিডিও টিউটোরিয়াল:

TTIS Registration

TTIS Teacher Training Information System


0 comments:

Post a Comment