Tuesday 7 February 2017

কম্পিউটারের ফাইল বা ড্রাইভ লুকাইতে চান? তাহলে টিউনটি দেখে নিন

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন।

আমিও ভালো আছি।

টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে টিউন করেছি।

আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার প্রোয়োজনীয় ফাইলসহ কম্পিউটারের ড্রাইভ সবার থেকে লুকিয়ে রাখবেন। দুটি সিস্টেমে আমি প্রসেসটি দেখিয়েছি।

একটি সিস্টেম আপনি কমান্ড দিয়ে করতে পারবেন অন্যটি আপনি মেনুয়ালি করতে পারবেন। যাইহোক চলুন দেখি কিভাবে আপনি কাজটি করবেন।

প্রথমে আপনি কিবোর্ড এর উইন্ডোজ বাটন চেপে সিএমডি টাইপ করুন। তারপর ওকে করে diskpart টাইপ করুন। এরপর listdisk টাইপ করুন।

এরপর আপনি যেই ড্রাইভ টা হাইড করবেন সেইটা সিলেক্ট করুন। তারপর রিমুভ টাইপ করে ওটাকে হাইড করুন। একই সিস্টেমে আবার ড্রাইভটাকে শো করতে পারবেন।

যদি এই প্রসেসটা কঠিন মনে হয় তাহলে আরো একটা সিস্টেম আমি ভিডিওতে দেখিয়েছি ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবেন।

যদি বুঝতে কোন প্রবলেম হয় তাহলে টিউমেন্ট করে জানাবেন আমি সমাধান দেয়ার চেষ্টা করবো। তাহলে আজ এই পর্য্ন্তই।

আমার জন্য দোয়া করবেন।

ধন্যবাদ সবাইকে।

অনেক কথা হলো চলুন ভিডিওটি দেখে নেই।


0 comments:

Post a Comment