Sunday, 7 March 2021

আপনি ঘুমিয়ে থাকুন মোবাইল নিজেই কথা বলবে

 

বিসমিল্লাহির রহমানির রাহীম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি মহান প্রতিপালকের দয়ায় ও মায়ায় সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন। আর সবাইকে আরও একটু হাসিখুশি রাখতে, নতুন আরেকটি মজার টপিক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। বন্ধুরা আমাদের মাঝে প্রায় সবাই কমবেশি Facebook, Whatsapp ব্যবহার করি। এখন আপনাদের মজার আরেকটি কথা বলি। আপনি ঘুমিয়ে পড়লেও আপনার মোবাইল অটো সবার সাথে কথা বলবে। এখন আপনাদের মোবাইলে কেউ যদি Hi মেসেজ করে তাহলে সেটি আমরা দেখব তারপরে রিপ্লাই করব।

কিন্তু আপনি Whatsapp এ এমন সিস্টেম করতে পারেন যদি আপনাকে কেউ Hi মেসেজ করে তাহলে সাথে সাথে তার মোবাইলে অটো Hello চলে যাবে। Good Night মেসেজ করলে Good night চলে যাবে। Good Morning মেসেজ করলে Good Morning চলে যাবে। তা বন্ধুরা এই সেটিংস কিভাবে করবেন তা দেখাব আজকের এই টিউনে। তাহলে আর দেরি না করে চলুন মূল টপিকে চলে যাই।

বন্ধুরা আপনার মোবাইলে অটো রিপ্লাই সেটিংস করার জন্য আপনাকে যা যা করতে হবে।

১/ আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে-স্টোরে।


২/প্লে-স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে AutoResponder লিখে।


৩/ এই সফটওয়্যারটি ইন্সটল করে, ওপেন করে নিবেন।


৪/ ওপেন হয়ে গেলে Get Started এ ক্লিক করুন।


৫/ তারপরে Permission চাইবে, এখানে ক্লিক করে অন করে দিন। তারপরে বেক হয়ে আসবেন।


৬/ আপনার সামনে এরকম একটি ইন্টারফ্রেশ ওপেন হবে। এখানে প্লাস বার্টনে ক্লিক করুন।


৭/ তারপরে এই All এ ক্লিক করে দিবেন।


৮/ এখন আপনি একটু নিছে আসার পর Reply message পাবেন। এখানে Hi লিখে দিবেন।


৯/ তারপরে আরো একটু নিছে আসার পরে। এখানে আপনি রিপ্লাই কি দিতে চাচ্ছেন তা লিখে রাইট বার্টনে ক্লিক করে দিবেন।


১০/ তারপরে আপনার সামনে একটি পেজ ওপেন হবে। এই পেজের নিচে প্লাস বার্টনে ক্লিক করবেন।


১১/ আবারও All এ ক্লিক করবেন।


১২/ তারপরে আবারও Reply message এ Hi লিখে দিয়ে রাইট বার্টনে ক্লিক করে দিবেন।


 

বন্ধুরা এখন আপনার কাজ শেষ। আর যদি Good morning, Good night সেট করতে চান তাহলে আগের নিয়ম অনুযায়ী সেট করে নিবেন। বন্ধুরা এই ছিলো আজকের টপিক। আশাকরি সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোন এক বিষয় নিয়ে। সবাই ভালো ও সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

0 comments:

Post a Comment