Sunday, 7 March 2021

শুধু নাম্বার দিয়ে ফটো নিয়ে আসুন নিজের মোবাইলে

 

আশাকরি মহান প্রতিপালকের দয়ায় ও মায়ায় সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা আজকের এই টিউনে কথা বলব কিভাবে আপনি যে কারো মোবাইল নাম্বার দিয়ে তার ছবি নিয়ে আশাকরি আজকের এই টিউন খুব গুরত্বপূর্ণ। যে কারো নাম্বার দিয়ে আপনার মোবাইলে তার ছবি সংগ্রহ করার জন্য আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তাহলে চলুন আর দেরি না করে এবার মূল টপিকে চলে যাই।

বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে যা করতে হবে।

১/ আপনাকে আপনার ফোনের প্লে-স্টোরে চলে যেতে হবে।


২/ সার্চ করতে হবে Caller ID লিখে।


৩/ এই সফটওয়্যার ইন্সটল করে ওপেন করে নিবেন।

৪/ ওপেন করার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে। Get Started এ ক্লিক করবেন।


৫/ এখানে Permission চাইবে Allow করে দিবেন। চালু করার পর Continue এ ক্লিক করে দিবেন।


৬/ তারপরে আবারও Get Started অপশন চলে আসবে। এখানে ক্লিক করে দিবেন।


৭/ এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মনে রাখবেন আপনার মোবাইলে যে সিম কার্ড আছে সেই সিম কার্ডের নাম্বার দিতে হবে। এই যে দ্বিতীয় ঘরে লেখা আছে Phone number এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে Connect এ ক্লিক করে দিবেন।


৮/ এই যে This is me এখানে ক্লিক করে দিবেন।


৯/ তারপরে আপনার সামনে সবার ফটো চলে আসবে এইরকম ভাবে।

১০/ এখানে সার্চ করবে যে নাম্বার দিয়ে তার ছবি আনতে চাচ্ছেন। তার নাম্বার দিয়ে।

১১/ আপনি যদি আরো ছবি আনতে চান তাহলে এখানে ক্লিক করবেন। মানি তার ছবির উপর ক্লিক করবেন।


১২/ ক্লিক করার পরে এই রকম চলে আসবে। এখন আপনি যদি তার ফেসবুকে যেতে চান তাহলে ফেসবুকের উপরে ক্লিক করবেন। আর ছবি আনতে চাইলে মানুষের মতো যে দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন।


 

বন্ধুরা মনে রাখবেন এই কাজ করার সময় অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট চালু রাখতে হবে। এই কাজ করার মানি এই না যে আপনি তার ফোনের গ্যালারিতে রাখা সব ছবি নিয়ে আসবেন। এটা কোন ভাবেই সম্ভব না।
তাহলে চলুন যেনে নেই এটি কিভাবে কাজ করে।
বন্ধুরা আপনি যার নাম্বার দিয়ে সার্চ করবেন। তার ফোনে ফেসবুকে, ইন্সটাগ্রামে রাখা সব ছবি আনতে পারবেন। বন্ধুরা আশাকরি সবার ভালো লেগেছে। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।

0 comments:

Post a Comment