Tuesday 26 December 2017

আর হাত দিয়ে লেখা কষ্ট করে লেখা টাইপ করতে হবে না মোবাইল ফোনে ছবি তুলেই লেখা আলাদা করুন

camscanner Bangla Tutorial, OCR Bangla, mobile scanner, pdf creator Bangla, Image to text

আমাদের মোবাইল ফোনটি আর কথা বলার যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। এর বহুমুখীতা বাড়তে ক্রমাগতই। মোবাইল ফোনের ক্যামেরা উন্নত হওয়ার সাথে সাথে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট এর ছবি তুলে সংরক্ষণ করি।
কিন্তু আজ আমরা এমন একটি পদ্ধতি দেখবো যেখানে আপনার যে কোন ডকুমেন্ট কে আপনি নিখুঁত ও ঝকঝকে ডকুমেন্টে রূপান্তর করে ছবি বা পিডিএফ ফরমেটে সেইভ করে রাখতে পারবেন।
যে কোন মাধ্যমে শেয়ার করতে পারবেন সরাসরি ইমেল করতে পারবেন। শুধু তাই নয় এর অত্যন্ত চমৎকার একটি সুবিধা রয়েছে যার ফলে আপনাকে কষ্ট করে আর টাইপ করতে হবে না দেখে দেখে।
ছবি তুলেই সেই ছবি থেকে লেখা আলাদা করা যাবে এবং ইচ্ছে মত এটিকে যে কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে যেভাবে আমরা আমাদের টাইপ করা লেখাগুলোকে ব্যবহার করি। বিস্তারিত জানার জন্য পুরো ভিডিও টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখার
অনুরোধ রইলো। —


0 comments:

Post a Comment