আস্সালামু আলাইকুম,
তো সুরতে বলি সবাই কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোওয়াতে আমি ও অনেক ভালো আছি।
বেশি কথা না বলে কাজ এ যাই চলুন,
তো বরাবরের মতো অ্যাপসটি ডাওনলোড করুন প্লে-স্টোর হতে, তারপর ওপেন করুন।
আপনি নিচের ফটোর দিকে তাকালে দেখেবেন যে অনেকগুলো ফিচার রয়েছে, ্আপনি চাইলে সবগুলো দিয়েই Gif এনিমেশন তৈরি করতে পারবেন। তো আমি আপনাদের ফটো দিয়ে দেখাবো আর বাকি গুলো সেম প্রসেস তাই একটা দেখালেই পারবেন।
Image to GIF এ ক্লিক করুন
তারপর আপনার পছন্দ মত যে কোন ছবি ৪/৫ সিলেক্ট করুন এবং Next দিন।
দেখুন তারপর এই রকম আসবে আর এনিমেশন চলতে থাকবে।
আপনারা যদি টাইম কমাতে চান তাহলে নিচে থেকে ৫ সে, এ ক্লিক রে কমিয়ে নিবেন
এখন যদি আপনি এনিমেশনকে দ্রুত বা ধির গতি করতে চান তাহলে কমান বাড়ান নিচের ছবির মতো
যদি আপনি এনিমেশন এর সাইজ কমাতে বাড়াতে চান তাহলে নিজের ইচ্ছা মত Crop এ গিয়ে সাইজ কমিয়ে বাডিয়ে Confirm করুন।
যদি আপনি কোন লেখা যোগ করতে চান তাহলে Add Text এ গিয়ে যোগ করুন লেখা। নিচের ছবিগুলোর মতো
কালার ও লেখার ইস্টাইল পাল্টাতে দেখুন
সকল কাজ সফল ভাবে হয়ে গেল এখন Save এ ক্লিক করুন।
দেখুন আপনার গ্যালারিতে সেভ হওয়ার সময় এমন আসেবে
অনেকগুলো ফটো দিয়ে দেখাইলাম আশা করি আপনাদের মতামত জানাবেন।
0 comments:
Post a Comment