আসসালামু আলাইকুম
সবাই আশা করি ভাল আছেন,
আমার আজকের টিউন টি হচ্ছে রাইট প্রট্রেকটেড পেন ড্রাইব বা মেমোরি কার্ড কিভাবে ফরমেট করবেন সেটা নিয়ে আমরা অনেক সময় মেমোরি থেকে কিছু ডিলিট,
মেমোরি তে নতুন কোন ফোল্ডার, বা মেমোরি ফরমেট করতে না পেরে মেমোরি ফেলে দিই।
কিন্তু এটা খুব সহজেই ঠিক করা যায়-
- প্রথমে পেন ড্রাইব বা মেমোরি কার্ড টা কম্পিউটারে সংযোগ দিবেন
- তারপর cmd run করবেন as administrator হিসেবে
- তারপর লিখবেন diskpart লিখে ইন্টার চাপ দিবেন
- তারপর আবার list disk লিখে ইন্টার চাপ দিবেন
- তারপর select disk 1 (আপনার মেমোরি টা ১ এ থাকলে ১ দিবেন ২ এ থাকলে দুই দিবেন) লিখে ইন্টার চাপ দিবেন
- তারপর attributes disk clear readonly লিখে ইন্টার চাপ দিবেন
- এখন আপনার পেন ড্রাইব বা মেমোরি কার্ড টা কম্পিউটার থেকে খুলে আবার সংযোগ দিন। কাজ শেষ।
দেখুন ঠিক হয়ে গেছে- আশা করি সবাই বুঝতে পেরেছেন যাদের বুঝতে অসুবিধা হচ্ছে উনারা
আমার এই ভিডিও টিউটরিয়াল টা দেখলে খুব সহজেই পারবেন।
ভিডিও টি দেখুন
0 comments:
Post a Comment