Sunday, 10 September 2017

কষ্ট করে আর লিখতে হবে না মুখে যা বলবেন বাংলাতে লেখা হয়ে যাবে-Bangla voice keyboard

আমরা আছি অনেকেই ফেসবুক টুইটার সহ নানা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি।

একারনে নানা মানুষের সাথে কথা বলতে হয় বা চ্যাট করতে হয় যাতে অনেক সময় নস্ট হয় কারন অনেকে বাংলা টাইপ করতেই পারি না

আবার অনেকে পারলেও খুব হাই স্পীড এ লিখতেও পারি না।

আর একারনেই আমার এই টিউন।

এজন্য দুটি এপ লাগবে আর লাগবে কিছু সেটিংস যার মাধ্যমে আর লিখে সময় নস্ট হবে না।

আপনি যা বলবেন তাই টাইপ করবে এই মজার কিবোর্ডটি 🙂
আজ সেই বিষয়েই বিস্তারিত দিয়ে একটি ছোট ভিডিও বানিয়েছি।
ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক ঃ

আমি যদি আপনাদের লেখার মাধ্যমে বুঝাতে যায় হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে

তাই আমি আপনাদের বুঝার সবিধার জন্য ভিডিও করে দিলাম। আপনারা তা দেখে দেখে কাজ টি করে নিবেন।
আশা করি টিউটোরিয়াল টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগ্লে টিউমেন্ট করে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

আজকে এখানেই শেষ।

সবাই ভালো থাকবেন আর হ্যাঁ টেকটিউনসের সাথেই থাকবেন।

আমার জন্য দোয়া রাখবেন।

0 comments:

Post a Comment