Monday, 11 September 2017

স্যামসাং এর প্রায় সকল অ্যান্ডরয়েড ফোনের গুগল অ্যাকাউন্ট বাইপাস বা স্যামসাং এফআরপি আনলক কি করে করবেন ?

আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
স্যামসাং এর প্রায় সকল অ্যান্ডয়েড ফোনের গুগল অ্যাকাউন্ট বাইপাস বা স্যামসাং এফআরপি আনলক কি করে করবেন ?

এফআরপি কি ?

আপনি যদি অ্যান্ডরয়েড ইউসার হয়ে থাকেন তাহলে এই এফআরপি শব্দটির সাথে আপনি পরিচিত, আর যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন;
অ্যান্ডরয়েড ৫.১ বা ললিপপ ভার্সন থেকে এই নতুন ফ্যাক্টরি রিসেট প্রোটেকসান অপশন বা সুরক্ষা ফিচার চালু করেছে অ্যান্ডরয়েডের ডেভলপারেরা,
এই এফআরপি লকের ফলে, আপনার ফোনটি ফরম্যাট করলে বা হার্ড-রিসেট করলে; আপনাকে আপনার আগের ব্যবহৃত জিমেইল আইডিটি ব্যবহার করে ফোনে লগিন করতে হয়,
আর তা না হলে আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন না, কারন এই লক আপনাকে অবৈধ ইউসার হিসাবে গন্য করবে।
আর ফোনটিকে পুনরায় ব্যবহার করতে হলে আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে, আর আপনাকে টাকা খরচ করতে হবে।
তাহলে চলুন শিখি; কি করতে হবে স্যামসাং এর প্রায় সকল অ্যান্ডরয়েড ফোনের গুগল অ্যাকাউন্ট বাইপাস বা স্যামসাং এফআরপি আনলক।

এফআরপি আসে কি ভাবে ?

ধরুন আপনার ফোনের পাসওয়ার্ড কেউ পালটে দিলো; আর আপনার ফোন লক, আপনাকে এক প্রকার বাধ্য হয়ে হার্ড-রিসেট করতে হল তখন আসতে পারে এফআরপি,
আপনার ফোন খুব হাং করছে আপনি ফোন করলেন ফরম্যাট আর এসে গেল এফআরপি লক।
আপনি যদি অরিজিনাল ইউসার হন তবে আপনার কাছে আপনার আগের ওই ফোনে ব্যবহৃত জিমেইল আইডিটি নিশ্চয়ই থাকবে,
আপনি জাস্ট ওয়াইফাই বা মোবাইল ডাটা অন করে আগের ইমেইল আইডি আর পাসওয়ার্ড এন্টার করুন আর ফোন আনলক।

কিন্তু যদি আপনি ভুলে গিয়ে থাকেন আপনার আগের ব্যবহৃত জিমেইল আইডি তাহলে কি করবেন ?????
চলুন তবে শুরু করি স্যামসাং এর প্রায় সকল অ্যান্ডরয়েড ফোনের গুগল অ্যাকাউন্ট বাইপাস বা স্যামসাং এফআরপি আনলক কি করে করতে হয়।

এর জন্য আপনার যা যা লাগবে তা হলো:

১) কম্পিউটার
২) ইউএসবি ডাটা কেব্‌ল
৩) ওডীন সফটওয়্যার
৪) স্যামসাঙ ফ্রিমওয়্যার
ওডীন (ODIN) সফটওয়্যারটির টেকটিউন ভার্সনের জন্য এখানে ক্লিক করুন;
ওডীন (ODIN) সফটওয়্যারটি আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন।
স্যামসাঙ ফ্রিমওয়্যার এর জন্য এখানে ক্লিক করুন
স্যামসাঙ ইউএসবি ড্রাইভার যদি আপনার পিসিতে থাকে তাহলে ইন্সটল করতে হবেনা,
আর তা না হলে এখান থেকে ডাউনলোড করতে পারেন আপনি;
আর ডাউনলোড করে ইন্সটল করেনিন স্যামসাঙ ইউএসবি ড্রাইভারটি।
সবার প্রথম ফোনটি বন্ধ করুন বা সুইচ অফ করুন।
ভলিউম ডাঊন বাটন + হোম বাটন + পাওয়ার বাটন এক সাথে প্রেস করুন, নিচের ছবির মত।
তারপর কেবল ভলিউম আপ বাটন প্রেস করুন, তাহলে আপনার ফোনটি ওডীন মোডে প্রবেশ করবে।
তাহলে নিচের ছবির মত একটা পেজ খুলবে।
এবার কম্পিউটারে ওডীন সফটওয়্যারটি চালু করুন, নিচের ছবির মত।
আর আপনার স্যামসাঙ ফোনটি ওডীন মোডে ইউএসবি ডাটা কেব্‌ল এর মাধ্যমে কানেক্ট বা যুক্ত করুন। তাহলে নিচের ছবির মত একটা পেজে আপনি ID:COM অপশানে Added দেখতে পাবেন
ওডীন সফটওয়্যারটিতে AP অপশানে, ডাউনলোড করা স্যামসাঙ ফ্রিমওয়্যারটিকে আনজিপ করে Exynos_cpu এবং Qualcomm_cpu দুইটি ফাইল পাবেন;
তার মধ্যে পাবেন Exynos.tar এবং Qualcomm.tar; এবার আপনার ফোনের সিপিইউ মডেল আনুসারে Exynos_cpu বা Qualcomm_cpu হিসাবে Exynos.tar অথবা Qualcomm.tar সিলেক্ট করুন,
আর ওপেন করুন।
আপনার ফোনের সিপিইউ যদি না জানেন তাহলে ডাউনলোড করা স্যামসাঙ ফ্রিমওয়্যার ফাইলটিকে আনজিপ করুন,
দুটি ফাইল পাবেন Exynos_cpu আর Qualcomm_cpu এর মধ্যে Models.rtf ফাইলটি পাবেন
এই ওয়ার্ড ফাইলে আপনি আপনার মোবাইলের সিপিইউ মডেল খুজে নিতে পারেন, নিচের ছবির মত
এবার START ক্লিক করুন, আর ১০ সেকেন্ড অপেক্ষা করুন। নিচের ছবির মত একটা পেজ খুলবে।
প্রথমে রিসেট (RESET) আর তারপর পাস (PASS) লেখা আসবে।
আর দেখবেন আপনার ফোনটি রিস্টার্ট (RESTART) হবে।
আর আপনার স্যামসাং এর অ্যান্ডয়েড ফোনের গুগল অ্যাকাউন্ট বাইপাস বা স্যামসাং এফআরপি আনলক হয়ে গেল।

- একটি স্বীকারোক্তি -

উপরে বর্ণিত উপায়ে আপনি আপনার স্যামসাং এর অ্যান্ডরয়েড ফোনের গুগল অ্যাকাউন্ট বাইপাস 
বা স্যামসাং এফআরপি (SAMSUNG FRP BYPASS) আনলক করতে পারেন খুব সহজেই,
কিন্তু কোন অপরাধ বা অনৈতিক কোনো কাজ, ভুল করে বা জোর করে অন্য কোনো  ফ্রিমওয়্যার ডাউনলোড
যদি আপনার ফোনের কোন প্রবলেম সৃষ্টি করে তার দায়ভার আপনার, টিউনার দায়ভার গ্রহন করবে না

Sunday, 10 September 2017

Hack Android phone আপনার প্রিয়জনের call list-sms list তার মোবাইলের ফটো সে তার ফেসবুক দিয়ে কার কার সাথে কথা বলছে কি চ্যাট করছে দেখে নিন

আশা করি সবাই ভালো আছেন
আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বন্ধু বা প্রিয়জনের call list,sms list 
তার মোবাইলের ফটো সে তার ফেসবুক দিয়ে কার কার সাথে কথা বলছে কি চ্যাট করছে সবকিছু বুঝতেই পারবে।

বুঝতে না পারলে নিচের ভিডিও একবার হলেও দেখুন প্লিজ


দরকারি জিনিস সমূহ

http://www.hellospy.com এখানে ক্লিক করুন
  • ১মে উপরের website প্রবেশ করুন
  • Android Click করুন
  • Download Click করুন একটা সফটওয়্যার ডাউনলোড হবে
  • ইন্সটল করুন সফটয়ারটি (ইন্সটল এর পর কিন্তু সফটওয়্যার টি উধাউ হয়ে যাবে)
  • যার ফোনের সব কিছু আপনার লাগবে তার ফোনে ইন্সটল দিন
  • উধাউ হবার পর আপনি ফিরে পেতে নিচের নাম্বার টি ডায়াল করুন
  • ডায়াল করার পর দেখবেন সফটও্যায়ার টি ওপেন হচ্ছে বা দেখা জাচ্ছে
  • এখানে একটি জিমেইল দিন পাসওর্য়াড দিন একাউন্ট  তৈরি করুন
  • বের হয়ে যান আবার এটা উধাউ হয়ে যাবে আপনার প্রিয়জন বুঝবেই না তার ফোনে এগুলো করা আছে
  • http://www.Hellospy.com Website আবার চলে যান সেখানে সেই জিমেইল আর পাসওর্য়াড দিয়ে লগিন করুন
  • এখন দেখতে পাবেন সেই মোবাইলের কল লিস্ট এস এম এস -ফোন ফেসবুকে কার সাথে চেট করছে সব
আমার টিউটরিয়াল টিপস পুরো পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
সাথে থাকুন নতুন নতুন জিনিস শেখার জন্য এবং ভালো লাগলে লাইক দিন শেয়ার দিন সবাইকে জানিয়ে দিন
ধন্যবাদ

Write Protected পেন ড্রাইব বা মেমোরি কার্ড খুব সহজেই ফরমেট করুন

আসসালামু আলাইকুম
সবাই আশা করি ভাল আছেন,
আমার আজকের টিউন টি হচ্ছে রাইট প্রট্রেকটেড পেন ড্রাইব বা মেমোরি কার্ড কিভাবে ফরমেট করবেন সেটা নিয়ে আমরা অনেক সময় মেমোরি থেকে কিছু ডিলিট,
মেমোরি তে নতুন কোন ফোল্ডার, বা মেমোরি ফরমেট করতে না পেরে মেমোরি ফেলে দিই।
কিন্তু এটা খুব সহজেই ঠিক করা যায়-
  • প্রথমে  পেন ড্রাইব বা মেমোরি কার্ড টা কম্পিউটারে সংযোগ দিবেন

  • তারপর cmd run করবেন as administrator হিসেবে

  • তারপর লিখবেন diskpart লিখে ইন্টার চাপ দিবেন

  • তারপর আবার  list disk লিখে ইন্টার চাপ দিবেন

  • তারপর select disk 1 (আপনার মেমোরি টা ১ এ থাকলে ১ দিবেন ২ এ থাকলে দুই দিবেন) লিখে ইন্টার চাপ দিবেন

  • তারপর attributes disk clear readonly লিখে ইন্টার চাপ দিবেন

  • এখন আপনার  পেন ড্রাইব বা মেমোরি কার্ড টা কম্পিউটার থেকে খুলে আবার সংযোগ দিন। কাজ শেষ।
দেখুন ঠিক হয়ে গেছে- আশা করি সবাই বুঝতে পেরেছেন যাদের বুঝতে অসুবিধা হচ্ছে উনারা 
আমার এই ভিডিও টিউটরিয়াল টা দেখলে খুব সহজেই পারবেন।
ভিডিও টি দেখুন

আপনার মোবাইলের ভিডিও(গান সিনেমা) গুলোকে কিভাবে facebook Live দেখাবেন android Mobile দেখে নিন

আশা করি সবাই ভালো  আছেন।

আজকের বিষয়

কিভাবে আপনি ভিডিও গান বা সিনেমা আপনার ফেসবুকে লাইভ দেখাতে পারবেন।
আমরা অনেক সময় ফেসবুকে খেলা দেখতে পারি। 
গান দেখতে পারি।live সিনেমা দেখতে পারি কিন্তু আপনি কখন ও  একটি গান আপনার ফেসবুক কে লাইভ দেখাতে পারেন কাউকে? পারেন না। 
ফেসবুকে শুধু  নিজে লাইভে যেতে পারেন আপনার মোবাইলের গান বা ছবি শেয়ার করতে পারেন না। আজ থেকে  পারবেন

ভিডিও টি দেখলে আর ভালো বুঝবেন


দরকারি জিনিস সমুহ

  • ১মে সফটওয়্যার টি ডাউনলোড করে ওপেন করুন
  • একটি নাম দিন আমি দিয়েছি নিচে দেখুন
  • Enable Now click করুন
  • আপনার ফোন থেকে পারমিশন চাইবে অন করে দিন
  • Go Live যান
  • যে কোন একটি সফটয়ারে ক্লিক করুন
  • এখন ফেসবুকে ক্লিক করুন
  • ফেসবুক কানেক্ট করিয়ে নিন
  • আবার লাইভ অপশন থেকে একটি সফটওয়্যারে গিয়ে ফেসবুকে ক্লিক করুন
  • Start Steam Click করুন
  • start now click করুন
  • এখন আপনি যা করবেন মোবাইলে সব আপনার ফেসবুকে দেখা যাবে
এতক্ষন আমার ত্রিশাল দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যদি ভালো লাগে তাহলে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সংবাদ ছড়িয়ে দিবেন নতুন নতুন জিনিস শেখার জন্য  প্রতিদিন আনবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

কষ্ট করে আর লিখতে হবে না মুখে যা বলবেন বাংলাতে লেখা হয়ে যাবে-Bangla voice keyboard

আমরা আছি অনেকেই ফেসবুক টুইটার সহ নানা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি।

একারনে নানা মানুষের সাথে কথা বলতে হয় বা চ্যাট করতে হয় যাতে অনেক সময় নস্ট হয় কারন অনেকে বাংলা টাইপ করতেই পারি না

আবার অনেকে পারলেও খুব হাই স্পীড এ লিখতেও পারি না।

আর একারনেই আমার এই টিউন।

এজন্য দুটি এপ লাগবে আর লাগবে কিছু সেটিংস যার মাধ্যমে আর লিখে সময় নস্ট হবে না।

আপনি যা বলবেন তাই টাইপ করবে এই মজার কিবোর্ডটি 🙂
আজ সেই বিষয়েই বিস্তারিত দিয়ে একটি ছোট ভিডিও বানিয়েছি।
ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক ঃ

আমি যদি আপনাদের লেখার মাধ্যমে বুঝাতে যায় হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে

তাই আমি আপনাদের বুঝার সবিধার জন্য ভিডিও করে দিলাম। আপনারা তা দেখে দেখে কাজ টি করে নিবেন।
আশা করি টিউটোরিয়াল টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগ্লে টিউমেন্ট করে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

আজকে এখানেই শেষ।

সবাই ভালো থাকবেন আর হ্যাঁ টেকটিউনসের সাথেই থাকবেন।

আমার জন্য দোয়া রাখবেন।

MS Word ছাড়াই নিজের BIO-DATA তৈরী করুন নিজেই।যখন ইচ্ছা তখন ডাউনলোড ও তথ্য পরিবর্তন।(বিভিন্ন ডিজাইন সম্পূর্ণ ফ্রী)

সবাই কে স্বাগতম

আমি মাসুম, আজ আপনাদের সাথে শেয়ার করবো  খুবি গুরুত্ব পূর্ণ শিক্ষণীয় বিষয়। 
কিভাবে আপনি আপনার BIO-DATA নিজেই তৈরী করবেন কারো সহযোগিতা ছাড়াই ?
হ্যা উত্তর এখন ই দিচ্ছি
ধরুন,

আপনি  MS Word এর  কাজ  জানেন না। কোন সফটওয়্যার ব্যবহার করতে জানেন না অথবা চান না।

কোন সমস্যা নেই, আপনি  MS Word অথবা কোনো সফটওয়্যার এর প্রয়োগ ছাড়াই পারবেন আপনার BIO-DATA তৈরী করতে, 
এমন কি আপনাকে এজন্য কাউকেই কোনো প্রকার পেমেন্ট  করতে হবে না শুধু প্রয়োজন ইন্টারনেট সংযোক।
চলুন শেখা যাক
১. আপনার ওয়েব ব্রাউজার থেকে ব্রাউজ করুন cvmkr.com 

২. এখন signup করার জন্য ফর্ম টি পূরণ করুন। (ফেইসবুক এ login  করা থাকলে, এক ক্লিক এ ই login  করতে পারবেন)

(google এ login  করা থাকলে, এক ক্লিক এ ই login  করতে পারবেন)


ধরুন আপনার হাতে খুব কম সময় Signup ফর্ম অথবা FB তে Login করার সময় নেই। 
কি করবেন ?

দেখুন signup ফর্ম এর ঠিক নিচেই আছে Create a resume without signing up বাটন। ওখানে ক্লিক করুন


৩. এবার Create এ New CV তে ক্লিক করুন।


৪. এবার আপনার সামনে একটি CV তৈরী করতে যে তথ্য প্রয়োজন তা প্রতি বিভাগ ও সাজান অবস্তাহয় আসবে।আপনি শুধু ঘর গুলো পূরণ করে যান।
৫. সবার শেষে আপনার ছবি  অ্যাড করুন।
৬. এবার Quick preview থেকে আপনার সিভি ঠিক আছে কিনা দেখে নিন।
৮.এবার Save & Download করে নিন।