Saturday 5 August 2017

Digital License নিয়ে নিন Windows 10 এ অফার শেষ হবার ১ বছর পরেও


যদিও টিউনটা আগেই করতে চেয়েছিলাম কিন্তু সময় হয়ে উঠেনি। 

আজ আমি আপনাদের সাথে আমার Windows 10 এর Digital License পাবার অভিজ্ঞতা এবং উপায় Share করব। 

টিউনটা হয়ত একটু বড় হবে তাই ধৈর্য্য ধরে পুরোটা পড়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। 

Digital License দিয়ে Active হলে ঐ PC তে আর কোনদিনও Product Key দেওয়া বা Crack করা লাগবে না যদি না বড় ধরনের Hardware যেমন Motherboard Change করা হয়, 

সেক্ষেত্রে আপনার Microsoft Account দিয়ে Digital License লিঙ্ক করে নিতে হবে আগেই।
আমিও আর দশজনের মত Windows এর Pirated Copy Use করতাম। 

মানে Windows official But Product Key Installation / Activation system টা চোরাই (Using Windows Loader or WAT remover in Windows 7 and KMS Activator or Reloader in Windows 8/8.1/10)। 

সবাই যখন গণহারে VK7JG-NPHTM-C97JM-9MPGT-3V66T এবং HPCH2-FXNMW-FB4FK-8FD2D-RJMQP 

এই Key দুইটা দিয়ে Digital License পেয়েছিল তখন আমি সেই সুবর্ণ সুযোগ Miss করি।

যাহোক, মাস দেড়েক আগে Facebook Browse করতে করতে হঠাৎ জানালা ১০ এর Ashis Bhowmik ভাইয়ের Skype Activation এ চোখ আটকে যায়। 

তারপর Tahmid Raditভাইয়ের Windows 10 Permanent Activator Ultimate Software টা দেখে সেটা Download করে Skype Activation Method এ Permanently Active করি। 

ভেবেছিলাম Permanent Activation আর Digital License একই জিনিস, মানে Windows Reinstall দিলে Product Key দেয়া লাগবে না কিন্তু ধারনাটি সঠিক নয়। 

Creator's Update install করে দেখি আগের Permanent Activation চলে গেছে। 

তখন বুঝলাম Digital License এর গুরুত্ব। 

তারপর Windows 10 Permanent Activator Ultimate Software টা দিয়ে ২ দিন ধরে প্রায় ১০০+ Key দিয়ে চেষ্টা করেও যখন সফল হলাম না তখন হাল ছেড়ে দিলাম। 

ঐদিনই এই Group এর এক ভাই বলল যে Windows 7 Active করে Anniversary Update দিয়ে Upgrade (C drive format না দিয়ে) করলে নাকি Digital License পাওয়া যায়। 

তার কথামত Windows 7 দিয়ে Windows Loader 2.2 দিয়ে Active করলাম পরে Anniversary Update এর ISO বুট করে Upgrade করলাম কিন্তু কাজ হল না। 

পরে নেট ঘেঁটে জানলাম এই পদ্ধতি আর কাজ করে না। অনেক খুঁজাখুঁজি 

করে http://www.microsoft.com/accessibility/windows10upgrade এই পেজটা খুঁজে পেলাম।

এটা দিয়েও চেষ্টা করলাম কোনো লাভ হল না কারণ এটা শুধু তাদেরই কাজ করবে যাদের Windows 7/8.1 এর Genuine Key আছে। 

এত কষ্ট করেও Digital License পেলাম না তাই মনে জিদ চেপে গেছিল। 

ভাবলাম আবার Windows 10 Permanent Activator Ultimate Software টা নিয়ে বসব আর সবগুলা Key দিয়ে Try করব। 

কিন্তু ভাগ্য এখানেও পক্ষে ছিলনা। 

দেখি Software টা invalid হয়ে গেছে, নতুন version না আসা পর্যন্ত কিছু করার নেই। 

আমিও হেরে যাবার পাত্র ছিলাম না। 

Deep web / Dark web, শত শত Tutorial আর ফোরাম সাইটে ঢুঁ মারলাম আর কত শত Key দিয়ে যে Active করার চেষ্টা করেছি আর ইয়াত্তা নেই (CMD এর Code গুলা মুখস্থ হয়ে গেছে)। 

অবশেষে এই অপরিসীম কষ্টের প্রতিদান পেলাম গত ১লা আগস্ট।



বর্তমানে সাধারণত ৩ ভাবে Digital License পেতে পারেনঃ

১) আপনি যদি Genuine Windows 7/8.1 থেকে Windows 10 Free Upgrade Offer টা গ্রহণ করে Windows 10 এ Upgrade করে থাকেন।

২) আপনি যদি Store থেকে genuine Windows 10 কিনেন (Valid New Windows 10 Retail Key এর ক্ষেত্রেও প্রযোজ্য)।

৩) আপনি যদি Windows Insider হন এবং newest Windows 10 Insider Preview build এ Upgrade করে থাকেন।
আমার ক্ষেত্রে ১ম টি কাজ করেছে। 

নেটে এমন অনেক Windows 7/8.1 এর Genuine Key পাওয়া যায় যা আসল ক্রেতা শুধু Windows 7/8.1 Active করতে কাজে লাগিয়েছে কিন্তু Windows 10 Free Upgrade Offer টা নেইনি। 

সেই Key গুলা দিয়ে যে কেউ বর্তমানে Windows 10 এর Digital License পেতে পারে। 

কিন্তু একটা Key কেবল একজনই Use করার সুযোগ পাবে। 

অর্থাৎ এই Key গুলা দিয়ে অন্য কেউ বর্তমানে Windows 10 Active করলে আসল ক্রেতাও আর Windows 10 এর Digital License পাবে না। 

সে শুধু Windows 7/8.1 Active করতে পারবে।


আমার এই তিক্ত অভিজ্ঞতার সুদীর্ঘ পরিক্রমায় অনেক নতুন কিছু শিখেছি। 

সবচেয়ে শিক্ষামূলক বিষয়টা ছিল "কখনই হাল ছাড়তে নেই, চেষ্টা করতেই থাকুন, আল্লাহ্‌ সহায় থাকলে সফলতা আসবেই।" 

যাহোক অনেক কথা বললাম। 

৩ আগস্টের Latest Windows 7 Key এবং সেই সাথে ১লা আগস্টের Windows 7 Key দিয়ে দিচ্ছি। 

আল্লাহ্‌র নাম নিয়ে চেষ্টা করে দেখুন। কাজ হতেও পারে (আমি গ্যারেন্টি দিচ্ছি না)।
আপনার Windows 10 Pro না হলে VK7JG-NPHTM-C97JM-9MPGT-3V66T এই Key Enter করে Pro তে আসুন। 

Key Enter করতে Settings > Update & security > Activation > Change Product Key তে যান।
এবার CMD admin Mode এ Run করে নিচের code গুলো লিখে এন্টার করুনঃ
sc config wuauserv start= auto
net start wuauserv
sc config LicenseManager start= auto
net start LicenseManager
slmgr /upk
slmgr /ckms
slmgr /cpky
slmgr /ipk X6CNR-BP3BT-BKX22-66KYT-XQBQB
এবার Settings > Update & security > Activation > Change Product Key তে যান 

এবং নিচের Key গুলো দিয়ে দেখুন Active হয় নাকি। হলে পেয়ে যাবেন Digital License।
Windows 7 All Online/Offline [Retail-MAK] Activation Keys:
03 August 2017: -
Windows 7 Ultimate Retail Phone Activation Keys: -
C3T9P-PXP7P-TDD4D-K8FC4-XY77P

YDYXX-3RBRK-K2DJF-FQM87-PP2PQ

R7G9K-32P7F-9Q69W-J4JDV-GWJG7

YQ8YB-X9PK2-3PYG6-CHTDG-MMX76

Windows 7 Pro Retail-VL / Enterprise Online / Phone Activation MAK Key: -

4BD9F-G4HRK-CPFRJ-7RGWJ-HBXPB

YRBR7-MTYJC-3V97B-62TRC-2967C

4FFVF-TCQPB-WHY8C-8GR43-HJMYW

9B883-VKBGP-X8M2Y-BCTFY-VXR9B

BFDJJ-TKMX2-VYD99-VWBMX-89CDQ

BJ89C-MBHGM-6VQVD-2QVMK-3BKWJ

CW83D-WPFWW-F4TXQ-QJ42T-CJXM9

Windows 7 Home Premium Retail Phone Activation Keys OEM COA:

2RT97-2W2PJ-9479T-QDTHH-M22RF

373MK-87WF8-JD6XM-6HQRC-JPMP6

4GFFM-8YYJJ-D96CQ-878K9-H3CDR

BDXQC-J343X-FT3VY-TRRMH-6DBXW

CTPDJ-2GG88-H9PMM-WGYXJ-37FFW

MDC8F-2WGB4-MBV2Q-43Y2W-T9PT6

MHHK6-24TM4-C2QHT-WW6Y2-QYQCD

THY8B-98HJ7-3GMMJ-HYR3F-MWTV6

TM3CM-4P37H-C8TCR-7FMYW-KV98C

TMPMH-8V9QG-J6PHW-HQ9GV-J8W3M

OEM: NONSLP

86FRD-X9VRG-CQMBD-KTX9T-YHK7D

FC6FC-XDDMG-WVBCG-DHFT9-MG6HP

TB3TC-XFP4D-G7J8C-HBK9D-3JG9J

Retail:

2724H-PD4XM-HTPHW-PH7V4-MP7GJ

3B7QR-78VQR-2CFMB-YX6KF-GHKRY

F77DC-G2DFY-Q8B8X-2X89W-GTBVJ

H6GRC-YT74X-KW8T2-PTWQK-KKY8G

K49MQ-TYVRH-742MG-4BJFD-J7PDG

KWD96-33Y42-27C8G-MY3V6-63X6T

MJ6C3-JXFQW-RP7HD-W28TG-Q8YBT

PKDJK-DFDGP-TBK9J-JYH9C-P24P6

Y9V7J-CDJ34-XCMBW-RXC38-8K6W6

Digital License পেলে জানাবেন। 

শুভকামনা রইল।

0 comments:

Post a Comment