Saturday 12 August 2017

ফেসবুকের জন্ম তারিখ লিমিট ওভার হয়ে গেলেও ঠিক করে নিন

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই?

আশা করি মহান আল্লাহ'তালা সবাইকে খুব ভালো রেখেছেন।

আজকে আমি আলোচনা করব ফেসবুকের জন্ম তারিখ লিমিট ওভার হলেও কি ভাবে চেঞ্জ করতে হবে।
তো চলুন মূল আলোচনায় চলে যাইঃ

আমরা অনেক সময় অনেক সমস্যা কারণের ফেসবুকের নাম চেঞ্জের সাথে সাথে বয়সটাও চেঞ্জ করি। 
চেঞ্জ করতে করতে এমন এক সময় আসে তখন আর ফেসবুক বয়স চেঞ্জ করতে দেয় না।
ধরুন আপনি আপনার আইডির নাম চেঞ্জ এর জন্য রিকোয়েস্ট সাবমিট করতে চান।
কিন্তু দেখলেন আপনার আইডির বয়য় আর আপনার ঠিক নেই।

আপনি আপনার বয়স চেঞ্জ করতে করতে লিমিট করে ফেলেছেন এখন চেঞ্জ করতে গেলে আর চেঞ্জ অপশন ভিজেবল ছিলো কিন্তু এখন আর সেই রকম নেই।

এখন আপনি কি করবেন? না পারবেন চেঞ্জ করতে না পারবেন কার্ড সাবমিট করতে।
তো চলুন দেখে নেয়া যাক কি ভাবে চেঞ্জ করতে হবে।
  • প্রথমে কম্পিউটার থেকে ফেসবুকে লগইন করুন।

  • এর পর এই ছবিটা দেখুন।

  • নামের উপর ক্লিক করুন।

  • এবার এবাউট এ ক্লিক করুন।

  • এখন ক্লিক করুন "Contact and Basic Info"তে
  • তাহলে এমন আসবে

  • এখন ক্লিক করুন "Date of Birth" এর পাশে এডিটে ক্লিক করুন

  • এর পর এই লিংকে যান

  • তাহলে এমন আসবে



  • এখন কারণ সিলেক্ট করুন। কেন আপনি বয়স চেঞ্জ করতে চান?

  • এর পর সাবমিট করে ফেলুন।
আশা করি বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তাহলে নিম্ন লিংকে মেসেজ করতে পারেন।

ধন্যবাদ সবাইকে। 
আজকে বিদায়, দেখা হবে আগামীতে। 
ভালো থাকুন সুস্থ্য থাকুন মেতে থাকুন প্রযুক্তির সুরে।
যে কোনো সমস্যা হলে জানাতে পারেন আমাকে।

0 comments:

Post a Comment