Saturday 18 March 2017

জিপি পিসি ফ্রি নেট for PC

আশা করছি সকলেই ভালো আছেন।

আবার ও অনেক দিন পরে পিসি ফ্রিনেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি।

লাস্ট অনেকদিন আগে ফ্রি নেট নিয়ে টিউন করেছিলাম। 

সময় হয় না পড়াশোনার ব্যাস্ততার কারনে,আর কোনো টিউনও করা হয় না।

আজ নতুন একটা ট্রিক পেয়েছি যা থেকে আমরা ফ্রি নেট চালাতে পিসিতে।

আমরা জিপিতে ফ্রি নেট চালাবো ভিপিএন দিয়ে।

তবে, একটা প্রব্লেম সেইটা হলো লিমিটেশন।হ্যাঁ প্রতিদিন ১৫০ মেগাবাইট লিমিট।

তবে লিমিট ব্রেক করার ও উপায় আছে।

আমরা প্রথমে দেখব ফ্রি সার্ভার দিয়ে।

জিপি পিসিতে ফ্রি নেট চালানোর জন্য আমাদের যেই ভিপিএন ডাউনলোড করতে হবে তার নাম  DroidVPN .

আমাদের একটি একাউন্ট লাগবে প্রথমে আমরা একটি একাউন্ট ওপেন করবো SING UP TO CLICK HERE
 

তারপর

CLICK HERE TO DOWNLAOD DROID VPN FOR PC

ডাউনলোড করার পর আমরা ফাইলটি এক্সট্রাক্ট করে নিবো।

এক্সট্রাক্ট করার পরে আমরা DroidVPN.exe ফাইলটি ওপেন করবো।

তারপর কিছু সেটিং করে নিবো নিচের স্ক্রিনশটের মতোঃ

সেটিং ১
যদি আপনি মোবাইলের হটস্পট দিয়ে পিসিতে নেট কানেক্ট দিতে চান তাহলে এই সেটিং করুন

তারপর আপনার নেট কানেক্ট করে Free server 2/5 সিলেক্ট করে আপনার DroidVpn এর ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে কানেক্ট করুন।

ব্যাস আমাদের কাজ শেষ।


এখন ফ্রি নেট চালান।

কাজ করলে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, সিমে টাকা বা মেগাবাইট না রাখাই ভালো।

আপনাদের সাড়া পেলে কীভাবে আনলিমিটেড ফ্রি নেট চালানো যায় তাহলে আজ রাতে টিউন করব।
 

ধন্যবাদ।

0 comments:

Post a Comment