দক্ষতা বাড়াতে দরকারী সব অনলাইনে কোর্স!
অনেকেই ইন্টারনেট বলতে বুঝেন ফেসবুকে ঢুকে লাই টিউমেন্ট দেয়া আর অনলাইন
কিছু পত্রিকা পড়া। কিন্তু যারা বুদ্ধিমান তারা অনলাইনে অনেক সময় কাটায় ঠিকই
কিন্তু কাজের জিনিস করে। আজকাল পড়াশুনা থেকে শুরু করে আইটি বিষয়ক দক্ষতা
বাড়ানোর অনেক সাইট পাওয়া যায় যেগুলোতে নিয়মিত ভিজি করে কয়েক মাসের মধ্যে
লোকজন নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারছে। আর এ পরিবর্তন অবশ্যই ইতিবাচক
অর্থে। যেমন সারা বিশ্বের জনপ্রিয় সাইটগুলোর মধ্যে আছে
1.অ্যাডেক্স-(EDx)
- https://www.edx.org
এই সাইটে গিয়ে অনেকেই নামি দামি বিশ্ববিদ্যালয়ে কোর্স করছে।
2. কোর্সইরা-
www.coursera.org
3. খান একাডেমী
http://www.khanacademy.org
বাংলাদেশী সাইটগুলোর মধ্যে আছে
1. আরআর ফাউন্ডেশন
http://rrfoundation.net/
এ সাইটটিতে গেলে আইটি বিষয়ক দরকারী টিউটেরিয়াল শিখতে পারবেন।
2. টেন মিনিটস স্কুল:
http://10minuteschool.com/
এই সাইটে বিনামূল্যে শেখা যায় মাধ্যমিক পর্যায়ের গণিত ও বিজ্ঞান। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরাও এখান থেকে উপকৃত হতে পারে।
3. শিক্ষক ডট কম
http://www.shikkhok.com/
কী
না আছে এই সাইটটিতে। আইটি থেকে ফটোগ্রাফি সব ধরনের টিউটরিয়াল অফার করে
শিক্ষক ডট কম। এই সাইটটি দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে।এই সাইটটি দেশে
বিদেশে প্রশংসা কুড়িয়েছে।এই সাইটটি দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে।এই সাইটটি
দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে।
4. ইয়েস্কুল (YESchool)
http://www.facebook.com/yschl
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই প্লাটফরম থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা ইংলিশ ও ম্যাথ সলিউশনের ট্রিক শেখানো হয়।
ইউটিউব চ্যানেল থেকে ভিজিটররা ইয়েস্কেুল (YESchool)-এর ট্রিকগুলো শিখে থাকেন।
চ্যানেল: http://www.youtube.com/channel/UCbIown8vlFd7DsbFzAQYDsA
Math in 30 seconds নামে একটি সিরিজ চালু আছে চ্যানেলটিতে।
ধন্যবাদ সবাইকে....Happy Learning---
Followers
function setAttributeOnload(object, attribute, val) {
if(window.addEventListener) {
window.addEventListener('load',
function(){ object[attribute] = val; }, false);
} else {
window.attachEvent('onload', function(){ object[attribute] = val; });
}
}
0 comments:
Post a Comment