Thursday, 28 April 2016

নিয়ে নিন Hotstar এর একদম নতুন ভার্সন প্লে স্টোর এ পাবেন না অনেক ফিচার যোগ করা হয়েছে (last update 28 April 2016)

Image result for hotstar apk



Hotstar নাম তো শুনেছেন নিশ্চয় ব্যবহার করেছেন?না করলে ব্যবহার করে দেখুন।আর যদি ব্যবহার করে থাকেন তাহলে নিয়ে নিন আপডেট ভার্সন। আজকেই আপডেট হয়েছে।এই অ্যাপ আপনি প্লে স্টোর এ কখন পাবেন না কারণ এটি আমাদের দেশে সাপোর্ট করে না।কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারব।প্লে স্টোর না থাকলে কি হল এখান থেকে নিয়ে নিন।
last update 28April 2016
App name:Hotstar
size:12mb
http://i66.tinypic.com/295zfoo.png
http://i63.tinypic.com/x3supd.png
এটি অত্যন্ত জনপ্রিয় একটি ইন্ডিয়ান অ্যাপ।এই অ্যাপ এর মধ্যে আপনি সব কিছু পাবেন।যাকে বলে একেক ভিতর সব।এর মধ্যে আপনি লাইভ টিভি পাবেন,মুভি পাবেন,সিরিয়াল পাবেন,খেলা পাবেন।
আচ্ছা চলুন কিছু ফিচার দেখা যাকঃ
→Live+reply tv মানে আপনি যদি কোন কিছু লাইভ দেখতে মিস করেও দেন সমস্যা নাই পরে দেখতে পাবেন।
→ইন্ডিয়ান অনেক গুলা চ্যানেল পাবেন।
→যে কোন মুভি দেখতে পাবেন।
→ইন্ডিয়ান যে কোন নাটক দেখতে পাবেন যা আমাদের দেশের মেয়েরা চায়।
→লাইভ খেলা দেখতে পারবেন।এখন যে ipl খেলা হচ্ছে তা লাইভ দেখতে পারবেন।
→আপনি ইচ্ছা মত ক্যাটাগরি সিলেক্ট করে মুভি দেখতে পারবেন যেমন romantic,action,drama, comedy
→যত গুলা কোলকাতার নাটক হয় যেমন পাখি,কিরন মালা ইত্যাদি আমি নাম জানি না সব গুলা দেখতে পারবেন।

আরো অনেক ফিচার দেখে নিন ডাউনলোড করে।

Download link:click here
 [[N.B Download করার জন্য Download এর নিচ থেকে টিক চিহ্ন টা উঠিয়ে Download এ ক্লিক করবেন।]]

সবাই ভাল থাকেন।আমার অন্য টিউন গুলা অবশ্যয় দেখবেন।

Location: Dhaka 1000-1200, Bangladesh

0 comments:

Post a Comment