Thursday 28 April 2016

অ্যান্ড্রয়েড ফোনের হারিয়ে যাওয়া কন্টাক্ট লিস্ট, ম্যাসেজ, ফটো, অডিও-ভিডিও উদ্ধার করুন সহজেই







সুপ্রিয় প্রযুক্তিপ্রেমী বন্ধুরা, আসসালামু আলাইকুম।

আমরা দিন দিন প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছি। এই প্রযুক্তিনির্ভরতা যেমন আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে, অপরদিকে এর রয়েছে বেশ কিছু অসুবিধাও। বর্তমান যুগকে স্মার্টফোনের যুগ বললে ভুল হবে না। এই স্মার্টফোনে আমরা প্রতিনিয়তই জমা রাখছি অসংখ্য তথ্য, ছবি, ফোন নম্বর, নোট,  ম্যাসেজ, ফটো, ইমেজ, অডিও-ভিডিও ইত্যাদি। জীবনটাকে সহজ করতে গিয়ে বিপত্তিতে পড়তে হয় যখন কোনো অনাকাঙ্ক্ষিত কারণে মুছে যায় আমাদের সংরক্ষিত তথ্য। আজ আমি আপনাদের সাথে দুটি অত্যন্ত কাজের সফটয়্যার শেয়ার করবো, এর একটি আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে হারিয়ে যাওয়াকন্টাক্ট লিস্ট, ম্যাসেজ, কল লগ ইত্যাদি উদ্ধার করবে আর অন্যটি উদ্ধার করবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে হারিয়ে যাওয়া ফটো, অডিও, ভিডিও, ফোন নং ইত্যাদি।

সফটয়্যার-১ঃ FonePaw Android Data Recovery


এ সফটওয়্যারটি হারিয়ে যাওয়া কন্টাক্ট লিস্ট, ম্যাসেজ, কল লগ ইত্যাদি উদ্ধার করবে।
যে সকল ব্র্যান্ড সাপোর্ট করবে, সেগুলো হলোঃ HTC, LG, Google, Sony, Motorola, ZTE, Huawei, Asus, Acer ইত্যাদি।

ডাউনলোড করুন

সফটয়্যার-২ঃ Jihosoft Android Phone Recovery


এ সফটওয়্যারটি হারিয়ে যাওয়া ফটো, অডিও, ভিডিও, ফোন নং, কন্টাক্ট লিস্ট ইত্যাদি উদ্ধার করবে।
যে সকল ব্র্যান্ড সাপোর্ট করবে, সেগুলো হলোঃ Samsung, HTC, LG, Sony, Motorola, ZET, Huawei, etc

ডাউনলোড করূন


সবাই ভালো থাকবেন আর যদি এই টিউনটি আপনাদের উপকারে আসে তাহলে ফেসবুকে Share করতে ভুলবেন না.....

আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন 

                                     :::::: THANK YOU ::::::

Location: Dhaka 1229, Bangladesh

0 comments:

Post a Comment