Sunday, 2 June 2019

অনলাইনে লাইভ স্পোর্টস ম্যাচ দেখার চমৎকার কিছু ওয়েবসাইট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট স্পেশাল



আমাদের প্রায় সবারই অনেক কারনে অনলাইনে খেলা দেখার দড়কার হয়, বিশেষ করে আমার মত যারা ম্যাচ/কলেজ হোস্টেলে থাকে তাদের তো অনলাইনে লাইভ স্পোর্স্ট ম্যাচ স্ট্রিমিং করা ছাড়া কোন উপায় থাকেনা। তার উপরে এখন আবার ওয়ার্ল্ড কাপের হাইপ তুঙ্গে, এইকারনে অনেকই ফ্রেন্ড এর মেসেজ বক্সে ঢু মারেন লাইভ ম্যাচের স্টিমিং লিংক এর জন্য। তাই ভাবলাম চমৎকার চমৎকার সব লাইভ স্পোর্টস স্টিমিং ওয়েবসাইট গুলো শেয়ার করা যাক বাংলা ভাষার সবচেয়ে বড় টেক সোশ্যাল মিডিয়াতে। এখন আর কাউকে লিংক এর জন্য নক করতে হবেনা আপনাকে। 😛
লাইভ স্পোর্টস স্ট্রিমিং এর অনেক অনেক ওয়েবসাইট থাকলেও আমি আপনাদের সাথে শুধু তিনটি ওয়েবসাইট শেয়ার করবো। আমি শুধু মাত্র ইউজার ফ্রেন্ডলি এবং সবচেয়ে কম অ্যাড ব্যবহার করছে এমন সাইট গুলি শেয়ার করছি।

লাইভ স্পোর্টস ম্যাচ স্ট্রিমিং ওয়েবসাইট

১/ Sportiyan

Sportiyan আমার পছন্দের স্ট্রিমিং ওয়েবসাইট গুলোর মধ্যে অন্যতম, কারন এরা কোন টিভি চ্যানেল এড না করে ম্যাচ ম্যাচ লাইভ করে। এতে করে খেলা কোন চ্যানেলে চলতেছে এটা আপনার জানার দড়কার পরেনা।
জাস্ট সাইট ব্রাউজ করুন এবং যে খেলা টি দেখতে চান সেটিতে প্রবেশ করুন ব্যাস সেষ। আর হ্যা এই সাইটটিতে অ্যাড নেই বললেই চলে, কোন বিরক্তি কর অ্যাড নেই। এই সাইটে একাধিক স্ট্রিমিং সার্ভার এড করা থাকে, প্রথম দিকের সার্ভার গুলি HQ কোয়ালিটি এবং শেষের দিকের সার্ভার গুলি HD কোয়ালিটি।
1ca80d27ed88808931d3b003dd8e2e5d.png
আপনি এই Sportiyan.com ওয়েবসাইট Google এ সার্চ করে পাবেন না, ম্যেবি কপিরাইটের কারনে সাইট Google এ সাবমিটই করেনি। এজন্য ডিরেক্ট সাইট লিংক থেকে সাইটে প্রবেশ করতে হবে।
সাইট লিঙ্কঃ স্পোর্টিয়ান ডট কম

২/ CricHD

আমার প্রথম পছন্দেই এই সাইট টি থাকতো যদিনা এরা এড কম ব্যবহার করতো। এই সাইটে ম্যাচ বাই ম্যাচ আকারে থাকার পরেও আলাদা ভাবে সকল স্পোর্টস চ্যানেল অ্যাড করা আছে তাই আপনার চ্যানেল বাই চ্যানেল ও দেখতে পারবেন। সাইট ব্রাউজ করেই লাইভ ম্যাচ দেখতে পাবেন। এই সাইটের আগের স্পোর্টিয়ান ডট কমের মত একাধিক স্ট্রিমিং সার্ভার এড করা আছে, এবং সেম ভাবে প্রথম দিকের সার্ভার গুলি HQ কোয়ালিটি এবং শেষের দিকের সার্ভার গুলি HD কোয়ালিটি।
f0c4d4713d7fc7deeab16aec8ff09b3b.png
আপনি এই CricHD.xyz ওয়েবসাইটে ডিরেক্ট প্রবেশ করার পাশাপাশি Google এ সার্চ করেও পাবেন। তাই এই সাইট আপনি লিংক থেকে সাইটে প্রবেশ করতে পারেন আবার Goolge এ সার্চ করেও প্রবেশ করতে পারেন। আর হ্যা বাংলাদেশ থেকে এই সাইট ব্রাউজ করতে হলে ব্রাউজারে যে কোন ভিপিএন প্লাগিন ব্যবহার করতে হবে, চাইলে Hola VPN ব্যবহার করতে পারেন একদম ফ্রী আমার পছন্দের।

৩/ Wicket

এই সাইটে শুধু বড় বড় ইভেন্ট এবং সিরিজ আকারে ম্যাচ দেখানো হয়, এবং এই সাইটে শুধুমাত্র ক্রিকেট ম্যাচ লাইভ স্ট্রিমিং করা হয়। সাইট ব্রাউজ করেই লাইভ ম্যাচ দেখতে পাবেন।
6e841096fdf586a7e19ae6a992a5c6e2.png
আপনি এই CricHD.xyz ওয়েবসাইটে ডিরেক্ট প্রবেশ করার পাশাপাশি Google এ সার্চ করেও পাবেন। তাই এই সাইট আপনি লিংক থেকে সাইটে প্রবেশ করতে পারেন আবার Goolge এ সার্চ করেও প্রবেশ করতে পারেন।
সাইট লিঙ্কঃ উইকেট ডট পিডব্লিউ
আশা করি এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট এই কয়টি সাইট দিয়েই পার করে দিতে পারবেন, এছাড়াও প্রথম দুটি সাইটে যে কোন স্পোর্টস ইভেন্ট লাইভ দেখতে পারবেন। আজকের মত এই পর্যন্তই দেখা হবে অন্য কোন টিউনে।

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেয়ার করেছেন

    ReplyDelete
  3. বিনামূল্যে টিপস পেতে চান?
    আপনি ইসিএস টি 10 কুমারফিল্ড ম্যাচ 7, ভিএফবি ফ্যালারসেলবেনের বিশদ বিশ্লেষণ করতে পারেন
    ইভেন্ট আরও বিশদে, তদুপরি আমাদের কাছে আরও বেশি ক্রিকেট ম্যাচের টিপস রয়েছে।

    আগ্রহী? আমাদের আইএমও যুক্ত করুন বা লিঙ্কের নীচে ক্লিক করুন এবং আপনি এটি পাবেন।
    আইএমও - 60147976603
    লিংক : https: //bit.ly/2NKfqaM

    ReplyDelete