Friday, 21 September 2018

আবারও কোন প্রকার টাকা বা এমবি ছাড়াই একদম ফ্রিতে ফেসবুক Lite চালান



Facebook হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে যতো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই Facebook. সমস্ত বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অগণিত, দিনে দিনে এই সংখ্যা ক্রমশ বেড়েই চলছে।
Facebook.com ব্যবহার করার জন্য প্রয়োজন ইন্টারনেট কানেকশন। উন্নত দেশগুলোতে প্রায় সকল স্থানেই WiFi সুবিধা থাকার কারনে সেসকল দেশের জনগণের Internet access এ কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের দেশে এখনও অতটা ইন্টারনেটের সুবিধা না থাকার কারণে আমরা প্রয়োজনমাফিক ইন্টারনেট ব্যবহারে সক্ষম নয়। কিন্ত তাই বলে ইন্টারনেটের অন্যান্য সুবিধা বাদ রাখলেও আমরা কেউই চাইনা আমাদের ফেসবুক ব্যবহার বন্ধ থাক।
Internet.org বা Freebasics এর মাধ্যমে আমরা বিভিন্ন সময় Facebook.com সাইটটি ফ্রিতে ব্যবহার করতে পারলেও তাতে পর্যাপ্ত তৃপ্তি পাওয়া যায় না। কারণ তাতে শুধু ব্রাউজিং এবং চ্যাটিং করা যায়, কোনো image বা ছবি প্রদর্শন করে না। কিন্তু এখন ছবিসহই ফ্রিতে ফেসবুক চালানো সম্ভব হবে।
মূল কথাঃ-আমরা কিছুদিন ধরে মুড করা ফেসবুক লাইট দিয়ে ছবিসহ ফ্রি ফেসবুক চালাইচি। কিন্তু দূঃখের বেপার ছবিসহ ফ্রি ফেসবুক আর চলে না।
তাই আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে ফিতে ছবিসহ ফেসবুক চালাবেন।
এখন কাজের কথাই আসি।
ছবিসহই ফ্রিতে ফেসবুক চালানো সম্ভব হবে।
ছবিসহ ফ্রি ফেসবুক চালাতে যা প্রয়োজন হবে।
১. অ্যান্ড্রয়েড মোবাইল। [বর্তমানে প্রায় সকলের কাছেই আছে]
২.মুড করা ফেসবুক লাইট এপ। {google drive}
৩.ফেসবুক লাইট originial apk{Play store}
Note:আপনি যদি ছবিসহ ফ্রি ফেসবুক চালাতে চান তাহলে অবশ্যই প্লে স্টোর এর  fb lite ডাউনলোড করা থাকতে হবে।
উপরে দুটা অ্যাপস ইনস্টল করুন।
নিচের স্ক্রিনশট follow করুন।
প্রথমে মুড fb lite এ লগিন করুন। এবং এপ থেকে বের হয়ে আসুন।
এখন original fb lite এ প্রবেশ করুন। এবং সেখানেও একি আইডি লগিন করুন।
এখন free mode এ ক্লিক করুন।

Then… তুরন  ‘turn off feature’ এ ক্লিক করুন।
নিচে ভাল করে লক্ষ্য করুন free mode লেখাটা চলে গিয়েছে। আপনাদের ও এরকম আসবে।
এখন মুড করা fb lite এ প্রবেশ করুন। ইন্সাল্লাহ ছবিসহ  ফ্রি ফেসবুক চলবে। নিচে দেখুন আমি মুড এপ  ডুকার সাথে সাথে free mode লেখা চলে গিয়েছে, এবং ছবি দেখা যাচ্ছে।
আপনারাও try করে দেখতে পারেন। ফ্রিতে ছবিসহ ফেসবুক চলবে।
note:যদি তারপরেও কোনো সমস্যা দেখা জায় তাহলে অন্য  id দিয়ে try করে দেখবেন।
আরো কিছু স্ক্রিনশট দেখুন…
উপরেত দেখতেই পেলেন মুড করা লাইটে আমার ছবিসহ ফ্রি ফেসবুক চলতেছে।
আপনাদেরও আশা করে ফ্রি চলবে। আজকে এ পর্যন্ত
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সবার জন্য শুভ কামনা রইল। আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ।

0 comments:

Post a Comment