Thursday 26 July 2018

IDM 6.31 এর প্রি-এক্টিভ ভার্সন নিয়ে নিন ফ্রিতে কোন প্যাঁচ বা ফাইল রিপ্লেস এর ঝামেলা নেই



হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভাল আছেন। আপনাদের সামনে নিয়ে এলাম একটি দরকারি সফটওয়্যার যেটা আপনাদের দৈনন্দিন কাজে লাগে। চলুন মূল টিউনে চলে যাই।

Internet Download Manager.


আপনি হয়ত প্রায়শই ইন্টারনেট থেকে কিছু না কিছু ডাউনলোড করে থাকেন। এর জন্য বিভিন্ন ব্রাউজার ও সাইট ব্যবহার করে থাকেন।
কিন্ত আমাদের ব্যবহৃত ব্রাউজার গুলোতে থাকা ডাউনলোড ম্যানেজার ভাল মানের নয়।
পস/রিজিউম সুবিধা, লিংক এক্সপেয়ার হওয়া, বিভিন্ন কারনে ডাউনলোড একদম গোড়া থেকে শুরু হওয়া এসব হরহামেশাই ঘটে থাকে।

এর জন্যই IDM/Internet Download Manager ব্যবহার করতে হয়। কিন্তু ট্রায়াল ভার্সনে অনেক ঝামেলা। অনেকেই হয়ত বিভিন্ন সাইট থেকে ক্রাক ডাউনলোড করেন। কিন্তু সেখানেও আবার বিভিন্ন প্যাঁচ, ফাইল রিপ্লেস করার ঝামেলা।
আবার এসবের মধ্যে ইনভ্যালিড কি এর ঝামেলা। সুন্দর ভাবে ব্যবহার করার কোন উপায় নেই।
তাছাড়া উইন্ডোজ 10 এ অনেক প্যাচ কাজ করে না।

তাই নিয়ে এলাম IDM এর প্রি-একটিভ ভার্সন।

যেহেতু সফটওয়্যার টি আগে থেকে একটিভ করা তাই আর দশটা সাধারণ সফটওয়্যার এর মত ইনস্টল দিন। কোন প্যাচ বা ফাইল রিপ্লেস করার দরকার নেই।
আর উপভোগ করুন ভোগান্তি মুক্ত আসল IDM এর মজা।
আর অবশ্যই লেটেস্ট ভার্সন : 6.31
ডাউনলোড লিংকঃ Click Here to Download.

0 comments:

Post a Comment