Thursday, 15 February 2018

যে কোন ডকুমেন্ট এর ছবি তুলুন লেখা scan হয়ে অটোমেটিক ভাবে লেখা হয়ে যাবে অ্যান্ড্রয়েড এর ছোট একটি অ্যাপ এর মাধ্যেমে

যে কোন ডকুমেন্ট এর ছবি তুলুন লেখা scan হয়ে অটোমেটিক ভাবে লেখা হয়ে যাবে অ্যান্ড্রয়েড এর ছোট একটি অ্যাপ এর মাধ্যেমে:
বিসমিল্লাহীর রাহমানির রাহীম।
আশাকরি আপনারা সবাই ভালআছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে আরেকটি দারুন টিউন নিয়ে হাজির হলাম। আশাকরি আপনারা টিউনটি দেখে উপকৃত হবেন। আজকের এই টিউনটি ছাত্র ছাত্রীদের জন্য খুবই উপকারী। এমনিতে সবারই প্রয়োজন আছে। কারন ছাত্র ছাত্রীদের অনেক নোট ডকুমেন্ট সাজেশন লিখে নিতে হয় বা ছবি তুলে নিতে হয়। এখন থেকে আর লিখতে হবে না আপনি শুধুৃমাত্র ফটো তুলবেন অটোমেটিক ভাবে লেখা হয়ে যাবে।
এবং আরেকটি কথা হলো আপনাদের বুঝার সুবিধার্তে আমরা এই বিষয়ের উপর একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। ভিডিও টিউটোরিয়াল দেখলে খুব সহজেই বুঝতে পারবেন।
ভিডিও টিউটোরিয়াল দেখতে click here এ ক্লিক করুন।

{click here}

মাত্র ৪ক্লিকেই Windows Bootable USB তৈরি করুন

আজ আমি আপনাদের দেখাবো, কিভাবে খুব সহজেই Windows Bootable USB তৈরি করা যায়।
আমাদের অনেকেই আছেন যারা USB দিয়ে Windows Setup করি। এছাড়া অনেকের পিসির বা ল্যাপ্টপের DVD Rom নষ্ট হয়ে যায়, যার কারনে বাধ্য হয়ে USB-এর মাধ্যমে Windows দিতে হয়।
এখানে আবার এই USB-কে প্রথমে Bootable করতে হয়। আর তাই আমাদের অনেক সমস্যার মুখে পড়তে হ্য, আবার যারা নতুন পিসি User তাদের তো পড়তে হ্যমহা বিপদে।
তাহলে দেখে নিন, কিভাবে মাত্র ৪ক্লিকেই Windows Bootable USB তৈরি করা যায়ঃ 
এর জন্য আপনাকে Windows Usb Tool টি ডাউন লোড করে নিতে হবে।
Tool-টি ডাউনলোড করে ইন্সটল করে নিন,
 এরপর Tool-টি Open করুন।
এবার Browse-এ ক্লিক করে আপনার Windows ISO ফাইলটি দেখিয়ে দিন।
এরপর ISO ফাইল টিতে ক্লিক করে Open-এ ক্লিক করুন।
এইবার USB Device-এ ক্লিক করে আপনার Device টি দেখিয়ে দিন।
শেষবারের মত Begin Copying বাটন-এ ক্লিক করুন।
আপনার কাজ শেষ। এইবার Bootable USB তৈরি হইয়া পযন্ত অপেক্ষা করুন। Bootable USB তৈরি হয়ে গেলে Success লেখা দেখাবে।
কি? খুব সহজ তাই না। পেয়ে গেলেন তো Windows Bootable USB
বিঃদ্র্যঃ এক্ষেত্রে আপনার ISO ফাইলটি অবশ্যই Bootable ISO হতে হবে। আর এই নিয়মে আপনি Windows XP/7/8/8.1 /9 এর Bootable USB এবং DVD ও তৈরি করতে পারবেন।

নিয়ে নিন প্রি অ্যাক্টিভেটেড IDM আর ঝামেলা পোহাতে হবে না

Internet Download Manager (IDM) আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু এটি ফ্রি নয় তাই আমাদের বিভিন্ন ক্র্যাক, প্যাচ ব্যবহার করা লাগে আবার তাতেও কাজ হয় না, হলেও ফেক সিরিয়াল মারে।
তাই এইসব ঝামেলা থেকে বাঁচতে Pre-activated IDM ব্যবহার করুন। আমি অনেক আগে থেকেই এটা ব্যবহার করি। একবার ব্যবহার করে দেখুন কোন ঝামেলা পোহাতে হবে না।
ডাউনলোড করে নিনঃ https://uplod.cc/5ovaunq7bdgb

যে কোন লেখাকে ভয়েস এ রুপান্তরিত করুন এবং ভয়েস ইফেক্ট ব্যবহার করুন আপনার অ্যান্ড্রয়েড ফোনেই

যে কোন লেখাকে ভয়েস এ রুপান্তরিত করুন এবং ভয়েস ইফেক্ট ব্যবহার করুন আপনার অ্যান্ড্রয়েড ফোনেই।