সবাইকে সালাম ও শুভেচ্ছা যানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের টিঊনটি, অনেক দিন থেকে করার ইচ্ছা ছিল।
অ্যাডবি সিস্টেমস
১৯৮২ সালের সেন জোস কেলিফোরনিয়া, মার্কিন যুক্তরাস্টে জোন ওয়ারনোক এবং চার্লস গিক্সক এর হাত ধরে আডবির জন্ম হয়। স্বভাবগত দিক থেকে অ্যাডবি জন্মের শুরুলগ্ন থেকে সৃজনশীল ও ভারী সফটওয়্যার তৈরি করে থাকে। যেহেতু সৃজনশীল তাই ভারী হওয়াটা গ্রহনযোগ্য, এখন পর্যন্ত সারা বিশ্বে ১৫, ০০০ জন লোক কাজ করছে এখানে। অ্যাডবি সম্পর্কে আরও বিস্তারিত জানতে
এখানে থেকে ঘুরে আসতে পারেন। এই ছিল সাধারন ধারনা অ্যাডবি সম্পর্কে, এখন চলে যাব সরাসরি বিষয় বস্তুতে।
অ্যাডবি ২০১৮ প্রোডাক্টস
বরাবরে মত এবারও অ্যাডবি রিলিজ করেছে তাদের নতুন আপডেটেড যুগান্তকারী প্রোডাক্টস গুলো, কিন্তু যুগান্তকারী প্রোডাক্টস, তাই বলা যেতে পারে বাংলাদেশীরা এর সঠিক মুল্য দিয়ে কিনবার সুজুগ হবে না। তাই বলে যে ব্যবহার করা বাদ থাকবে তা কিন্তু না। প্রথমে নিচ থেকে আপনার পসন্দ মত সফটওয়্যার এবং আপনার কম্পিউটারের সিস্টেমের উপর ভিত্তি করে সফটওয়্যার গুলো নামিয়ে নিন।
[সম্পূর্ণ টেকটিউনস নীতিমালা অনুযায়ী ডাঊনলোড লিঙ্ক + কমিশন মুক্ত + রেফারেল মুক্ত + হাই স্প্রিড যুক্ত লিঙ্ক]
কিভাবে ইন্সটাল এবং একটিভ করবেন
টাইটেল এর শুরুতে বলেছি, সব গুলো প্রোডাক্ট প্রি-একটিভেটেড। তাই আর একটিভ করার কোন ঝামেলা নেই। এখন শুধু আমরা দেখবো কিভাবে ইন্সটাল করতে হয়। আমি শুধু মাত্র Adobe Photoshop এর ইন্সটাল প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি বাকি গুলো একদম একি ভাবে করতে হবে। তো শুরু করা যাক।
প্রথমে আপনার ডাঊনলোড করা সফটওয়্যারে মাউস রেখে রাইট বাটন প্রেস করে Run as administrator ক্লিক করুন, নিচের চিত্র এর মত।
সাময়িক সময়ের জন্য আপনাকে একটি ফোল্ডার সিলেক্ট করতে বলবে, আপনার মন মত একটি ফোল্ডার সিলিক্ট করে দিন। এরপর নিচের মত OK বাটনে ক্লিক করুন, হয়ত একটু লোড নিতে পারে।
এর পর লাল দাগ দেওয়া ENG ক্লিক করুন, নিচের মত।
হলুদ দাগ দেওয়া বক্সটি হচ্ছে, যদি আপনার পিসিতে আগে থেকে Visual C++ ইন্সটল করা থাকে তাহলে আনচেক করে দিন, আর যদি ইন্সটল করা না থাকা তাহলে চেক করে দিন। এবার লাল দাগ দেওয়া বক্সটি আনচেক করে দিন। আর সবুজ দাগ দেওয়া বক্সটি যদি আনচেক করা থাকে তাহলে চেক করে দিন। নিচের মত।
এবার Install লিখা লাল দাগ এর বক্স কিল্ক করুন, নিচের মত।
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন পুরোপুরি install হওয়ার আগ পর্যন্ত,
পুরুপুরি install শেষ হলে নিচের ছবির মত বক্স আসলে Exit এ ক্লিক করে বেরিয়ে পরুন।
ক্রেডিট এবং কার্টেসি ঃ উপরে সফটওয়্যার গুলো একদল দক্ষ রাশিয়ান প্রোগ্রামারদের দ্বারা মোডিফিকশন করা, যেই কারনে ডিফল্ট ইন্সটল বক্স রাশিয়ান ভাষায় ছিল। এই প্রোগ্রামারদের ওয়েব সাইট থেকে সফটওয়্যার গুলো রিপ্যাক হয়ে এসেছে, দুঃখের ব্যাপার হচ্ছে এদের ওয়েব সাইটও সম্পূর্ণ রাশিয়ান ভাষায়। যে কারনে আমাকে সামান্য ধকল পোহাতে হয়েছে। যাই হোক, ইন্সটল করার সময় তাদের ওয়েব সাইট দেখতে পাবেন তাই আর এখানে দিলাম না।
এইতো ছিলো ইন্সটল করার প্রক্রিয়া, এভাবে বাকি গুলো ইন্সটাল করতে হবে। কোথাও কিছু বুঝতে সমস্যা হলে, নিচের বক্স খালি রাখবেন না। আর আমার লেখায় কোথাও কোন ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মত এখানে বিদায়। সবাই ভালো থাকেবেন এবং মোস্ট ইম্পরটান্টলি প্রযুক্তির সাথে থাকবেন।
নোটঃ ইন্সটল সফটওয়ার হয়ত শর্ট কাট নাও হতে পারে, সেক্ষেত্রে অই সফটওয়ারের ইন্সটল ডিরেক্টরিতে গিয়ে আপনি নিজেই শর্ট কাট করে নিতে পারেন।