Tuesday, 2 January 2018

৩ মিনিটে উইন্ডোজ 10 এর ওয়াইফাই সমস্যা সমাধান করুন




এই টিউটোরিয়ালে আমরা দেখবো কিভবে ৩ মিনিটে উইন্ডোজ 8/8.1/10 এর ওয়াইফাই সমস্যা সমাধান করা যায়।

Monday, 1 January 2018

খুব সহজেই যেকোনো সফটওয়্যার এর Crack ভার্সন ডাউনলোড করুন- full free




বিসমিল্লাহির রাহমানির রাহিম
আশাকরি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তাদেরকে বিভিন্ন সফটওয়্যার এর Crack File টি দরকার হয়। কিন্তু গুগল থেকে কোন সফটওয়্যার এর Crack Version খুব একটা পাওয়া যায় না। আর তা 30 days Trail version ব্যবহার করার পর ঐ সফটওয়্যার টি আর ব্যবহার করা যায় না। তাদের জন্য আজকে আমার এই tutorial. ত চলুন কথা না বারিয়ে জেনে নেই  কিবাবে যেকোনো সফটওয়্যার এর Crack ভার্সন ডাউনলোড করুন- full free।
  1. প্রথমে নিচের ওয়েবসাইট টি তে গিয়ে Bittorent টি ডাউনলোড করে ইন্সটল করতে হবে
Bittorent Download Link:  http://www.bittorrent.com/
2. তারপর নিচের ওয়েবসাইট টি তে প্রবেশ করুন
The Pirat bay:  https://thepiratebay.org/
3. নিচের মত সার্চ বক্স এ আপনি জ সফটওয়্যার টি ডাউনলোড করতে চান তার নাম লিখতে হবে। তবে মনে রাখতে হবে সফটওয়্যার এর নাম এর বানান যেন কোন ভুল না হয়। তার জন্য আপনারা Google এর সাহায্য নিতে পারেন

4. সফটওয়্যার টি সিলেক্ট করতে হবে /ক্লিক


5. Bittorent চালু করুন


6. Open manage URL a Click করুন


7. ok তে ক্লিক করুন

Software টি ডাউনলোড হওয়া শুরু হয়া যাবে।

Adobe Master Collection CC 2018 ২০১৮ এর সকল Adobe প্রোডাক্টের প্রি-একটিভেটেড ভার্সন এক ক্লিক ইন্সটল করুন অ্যাডবির সকল প্রোডাক্ট সবার জন্য ২০১৮ নববর্ষের শুভেচ্ছা টিউন




সবাইকে সালাম ও শুভেচ্ছা যানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের টিঊনটি, অনেক দিন থেকে করার ইচ্ছা ছিল।

অ্যাডবি সিস্টেমস

১৯৮২ সালের সেন জোস কেলিফোরনিয়া, মার্কিন যুক্তরাস্টে জোন ওয়ারনোক এবং চার্লস গিক্সক এর হাত ধরে আডবির জন্ম হয়।  স্বভাবগত দিক থেকে অ্যাডবি জন্মের শুরুলগ্ন থেকে সৃজনশীল ও ভারী সফটওয়্যার তৈরি করে থাকে।  যেহেতু সৃজনশীল তাই ভারী হওয়াটা গ্রহনযোগ্য, এখন পর্যন্ত সারা বিশ্বে  ১৫, ০০০ জন লোক কাজ করছে এখানে।  অ্যাডবি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে থেকে ঘুরে আসতে পারেন।  এই ছিল সাধারন ধারনা অ্যাডবি সম্পর্কে, এখন চলে যাব সরাসরি বিষয় বস্তুতে।
অ্যাডবি ২০১৮ প্রোডাক্টস
বরাবরে মত এবারও অ্যাডবি রিলিজ করেছে তাদের নতুন আপডেটেড যুগান্তকারী প্রোডাক্টস গুলো, কিন্তু যুগান্তকারী প্রোডাক্টস, তাই বলা যেতে পারে বাংলাদেশীরা এর সঠিক মুল্য দিয়ে কিনবার সুজুগ হবে না।  তাই বলে যে ব্যবহার করা বাদ থাকবে তা কিন্তু না।  প্রথমে নিচ থেকে আপনার পসন্দ মত সফটওয়্যার এবং আপনার কম্পিউটারের সিস্টেমের উপর ভিত্তি করে সফটওয়্যার গুলো নামিয়ে নিন।
  • Adobe Animate CC and Mobile Device Packaging CC  64bit 
  • Adobe Photoshop Lightroom Classic CC  64bit
  • Adobe Illustrator CC  32bit / 64bit
  • Adobe Photoshop CC 32bit / 64bit
  • Adobe Bridge CC 32bit / 64bit
  • Adobe Prelude CC 32bit 
  • Adobe Character Animator CC  64bit 
  • Adobe Dreamweaver CC 32bit / 64bit
  • Adobe Muse CC 64bit
  • Adobe InDesign CC 32bit / 64bit
  • Adobe Media Encoder CC  64bit
  • Adobe Audition CC 64bit
  • Adobe After Effects CC 64bit
  • Adobe Premiere Pro CC  64bit
[সম্পূর্ণ টেকটিউনস নীতিমালা অনুযায়ী ডাঊনলোড লিঙ্ক + কমিশন মুক্ত + রেফারেল মুক্ত + হাই স্প্রিড যুক্ত লিঙ্ক]

কিভাবে ইন্সটাল এবং একটিভ করবেন

টাইটেল এর শুরুতে বলেছি, সব গুলো প্রোডাক্ট প্রি-একটিভেটেড।  তাই আর একটিভ করার কোন ঝামেলা নেই।  এখন শুধু আমরা দেখবো কিভাবে ইন্সটাল করতে হয়। আমি শুধু মাত্র Adobe Photoshop এর ইন্সটাল প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি বাকি গুলো একদম একি ভাবে করতে হবে।  তো শুরু করা যাক।
প্রথমে আপনার ডাঊনলোড করা সফটওয়্যারে মাউস রেখে রাইট বাটন প্রেস করে Run as administrator ক্লিক করুন, নিচের চিত্র এর মত।
সাময়িক সময়ের জন্য আপনাকে একটি ফোল্ডার সিলেক্ট করতে বলবে, আপনার মন মত একটি ফোল্ডার সিলিক্ট করে দিন।  এরপর নিচের মত OK বাটনে ক্লিক করুন, হয়ত একটু লোড নিতে পারে।
এর পর লাল দাগ দেওয়া ENG  ক্লিক করুন, নিচের মত।
হলুদ দাগ দেওয়া বক্সটি হচ্ছে, যদি আপনার পিসিতে আগে থেকে Visual C++ ইন্সটল করা থাকে তাহলে আনচেক করে দিন, আর যদি ইন্সটল করা না থাকা তাহলে চেক করে দিন।  এবার লাল দাগ দেওয়া বক্সটি আনচেক করে দিন।  আর সবুজ দাগ দেওয়া বক্সটি যদি আনচেক করা থাকে তাহলে চেক করে দিন। নিচের মত।
এবার Install লিখা লাল দাগ এর বক্স কিল্ক করুন, নিচের মত।
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন পুরোপুরি install হওয়ার আগ পর্যন্ত,
পুরুপুরি install শেষ হলে নিচের ছবির মত বক্স আসলে Exit এ ক্লিক করে বেরিয়ে পরুন।
ক্রেডিট এবং কার্টেসি ঃ উপরে সফটওয়্যার গুলো একদল দক্ষ রাশিয়ান প্রোগ্রামারদের দ্বারা মোডিফিকশন করা, যেই কারনে ডিফল্ট ইন্সটল বক্স রাশিয়ান ভাষায় ছিল।  এই প্রোগ্রামারদের ওয়েব সাইট থেকে সফটওয়্যার গুলো রিপ্যাক হয়ে এসেছে, দুঃখের ব্যাপার হচ্ছে এদের ওয়েব সাইটও সম্পূর্ণ রাশিয়ান ভাষায়।  যে কারনে আমাকে সামান্য ধকল পোহাতে হয়েছে।  যাই হোক, ইন্সটল করার সময় তাদের ওয়েব সাইট দেখতে পাবেন তাই আর এখানে দিলাম না।
এইতো ছিলো ইন্সটল করার প্রক্রিয়া, এভাবে বাকি গুলো ইন্সটাল করতে হবে।  কোথাও কিছু বুঝতে সমস্যা হলে, নিচের বক্স খালি রাখবেন না।  আর আমার লেখায় কোথাও কোন ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।  তো আজকের মত এখানে বিদায়।  সবাই ভালো থাকেবেন এবং মোস্ট ইম্পরটান্টলি প্রযুক্তির সাথে থাকবেন।
নোটঃ ইন্সটল সফটওয়ার হয়ত শর্ট কাট নাও হতে পারে, সেক্ষেত্রে অই সফটওয়ারের ইন্সটল ডিরেক্টরিতে গিয়ে আপনি নিজেই শর্ট কাট করে নিতে পারেন।

রবি সিমে নতুন বছরে জানুয়ারী মাস জুড়ে ৯০ জিবি ইন্টারনেট ব্যবহার করুন মাত্র ৪৫০ টাকাতে ROBI 90 GB Internet by 450 taka- Robi New year 2018 Big Offer

ROBI 90 GB Internet by 450 taka- Robi New year 2018 Big Offer

রবি সিমে জানুয়ারী মাস জুড়ে ৯০ জিবি ইন্টারনেট ব্যবহার করুন মাত্র ৪৫০ টাকাতে 90 GB Internet by 450 taka- Robi Offer
রবিতে পুরো মাস জুড়ে ৯০ জিবি ইন্টারনেট ব্যবহার করুন মাত্র ৪৫০ টাকাতে
৪৫০/ = ৯০ জিবি
বিস্তারিত জানুন
প্রতিদিন  জিবি - ৩০ দিন (৩০ x )= ৯০ জিবি

প্রতিদিন  জিবি কিনতে খরচ হবে ২৯ টাকা
৩০ দিনে খরচ হবে ৩০ x ২৯৯০০ টাকা (মনে করুন)


সুবিধা
প্রতিদিন ২৯ মিনিট বোনাস পাবেন
৩০ দিনে বোনাস মিনিট পাবেন ২৯ x ৩০৯০০ মিনিট (মনে করুন)
৯০০ মিনিট = ১৫ ঘন্টা (৩০০ টাকা সেফ)
এছাড়াও প্রতিদিন ক্যাশব্যাক  টাকা ফেরত পাবেন
৩০ দিনে ক্যাশব্যাক পাবেন ৩০ x ১৫০ টাকা

ক্যালকুলেশন
৩০ দিনে খরচ ৯০০ টাকা
ক্যাশব্যাক পাচ্ছেনঃ ৩০০+১৫০=৪৫০
সুতরাং আপনার টোটাল খরচ হবে ৯০০-৪৫০৪৫০ টাকা
শর্তাবলী
প্রথমে মোবাইল থেকে ডায়াল করুন *123*25#
প্রতিদিন ২৯ টাকা লোড দিতে হবে

অফার একটিভ করে নিবেন কিভাবে
আপনাকে একটা Apps ইন্সটল করতে হবে
To get apps plz visit this youtube ROBI Hidden 90 GB Internet Apps channel and subscribe then you can see the post of Robi offer. here I put Apps download link.
Thank you

ফোল্ডার বা ফাইল ডিলিট হচ্ছেনা নিয়ে নিন সমাধান





সবাইকে আমার সালাম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আবারো হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের জন্য দারুন একটি টিউটরিয়াল নিয়ে হাজির হলাম। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাব  খুব সহজে ফোল্ডার বা ফাইল ডিলিট করবেন
আজকের টিউটোরিয়ালের বিষয়ঃ ফোল্ডার বা ফাইল ডিলিট করবেন 
তাহলে চলুন বেশি কথা না বলা কাজ শুরু করা যাক।

তাহলে চলুন ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে নেইঃ-

(বিঃ দ্রঃ আপনাদের কোন টিউটোরিয়াল লাগলে আমাকে বলতে পারেন। আমি আপনাদের সাথে শেয়ার করব। )

যা যা ব্যবহার করেছিঃ

  • একটা Computer
  • unlocker software (Download)

তাহলে চলুন  টিউটোরিয়াল দেখে শিখে নেই।

আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।

আপনার Connect করা wifi password দেখে নিন file manager দিয়ে

সবাই কেমন আছেন? আজকে আমি যে টিউনটি করবো সেটা হলো রুটেট ফোন দিয়ে কিভাবে কানেক্ট করা Wifi Password বের করবেন?
অনেকেই আছে যারা এটা নিয়ে ভাবেন যে কিভাবে কানেক্ট করা Wifi password মোবাইল ফোন দিয়ে বের করবো।  এই টিউন শুধু তাদের জন্য।  তো বেশি কথা বারাবো না।  চলুন শুরু করা যাক।
প্রথমেই আপনাকে Play Store থেকে Root Browser ডাউনলোড করে নিতে হবে।
Download Link : Click Me
ডাউনলোড করার পর ওপেন করুন।
Root Directory -> data -> misc -> wifi এই ফোল্ডার গুলোতে ঢুকার পর নিচে এই ফাইল টা পাবেন। নিচের ফাইল টি টেক্স ইডিটর দিয়ে  ওপেন করুন। wpa_supplicant.conf
না বুঝে থাকলে ভিডিও টা দেখে নিতে পারেন।
ভিডিও লিংক থেকেও দেখে নিতে পারেন। ক্লিক করুন এখানে । https://youtu.be/ixtPqC0efqg
আজকে এইটুকুই। যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না।