Monday, 27 August 2018

উইন্ডোজ ১০এ সাউন্ড প্রবলেম? নিয়ে নিন উইন্ডোজ১০এর জন্য লগ অন, লগ অফ, মাউস ক্লিক সাউন্ড সহ একগুচ্ছ সাউন্ড প্যাক একস্ট্রা সাউন্ড এফেক্ট সহ নিয়ে নিন সমাধান




অনেকদিন পর আজ আবার আপনাদের জন্য নিয়ে এসোছি একটা কাজের টিউন। উইন্ডোজ ১০এ আপগ্রেড করার পর অধিকাংশ সময়ে সাউন্ড প্রবলেম হয়। প্রথম কিছুদিন ঠিকঠাক চলার পর আবার প্রবলেম শুরু হয়।
সেই কারণে উইন্ডোজের সাউন্ড সমস্যাকে চিরতরে সমাধান করার জন্য নিয়ে এসেছি একগুচ্ছ সাউন্ড এফেক্ট। সেই সঙ্গে কিভাবে সাউন্ড চেঞ্জ করবেন তার পূর্নাঙ্গ ভিডিও টিউটোরিয়াল তাই দেরি না করে নীচের লিংক থেকে সাউন্ড প্যাক ডাউনলোড করে নিন এবং ভিডিও টিউটোরিয়াল দেখে স্টেপ বাই স্টেপ সেটিং করে নিন।
Screenshot:
সাউন্ড ফাইল এবং ভিডিও টিউটোরিয়াল লিংক

0 comments:

Post a Comment