Saturday 4 November 2017

২ টি র্পাটিশন কে এক সাথে করুন কোনো প্রকার ডাটা ডিলেট না করেই এবং কোনো সফ্‌টওয়ার ছাড়াই।



কাজের কাথাই আসা যাক, এই কাজটি করতে আমাদের কোনো সফ্‌টওয়ার বা টুল ব্যবহার করতে হবে না।
আর এই কাজটি করা যাবে উন্ডোজে ৭, উন্ডোজে ৮ বা ৮.১ ও উন্ডোজে ১০ এ।
প্রথমে আপনাকে ২ র্পাটিশন সিলেক্ট করতে হবে যা আপনি এক সাথে করতে চান।


* প্রথমে উন্ডোজে স্টাট আইকনে রাইট ক্লিক করে আপশন মেনু থেকে  disk managemant প্রবেশ করুন।


* তারপর যে ২টি র্পাটিশন এক করতে চান সেই র্পাটিশনের ডান সাইটে থাকা র্পাটিশন টি (ডিলেট করার পূর্বে  ডাটা বেকাপ নিয়ে রাখবেন) ডিলেট করে দিন।


* র্পাটিশন ডিলেট করার পর  free space দেখাবে।


* এখন যেই র্পাটিশনটির সাথে এড করতে চান সেই র্পাটিশনে রাইট ক্লিক করুন।


* অপশন মেনু থেকে Extend Volume ক্লিক করুন।


* পর্দায় Extend Volume Wizard আসবে সেখান থেকে next এ ক্লিক করুন।


* disk size দেখে next এ ক্লিক করুন এবং ফিনিশ করুন।



দেখনু ২টি র্পাটিশন এক সাথে হয়ে গেছে এবং আপনার ডাটা ও ডিলেট হয়নি।

কেও না বুঝলে এই ভিডিওটি দেখতে পারেন।



0 comments:

Post a Comment