Wednesday, 12 April 2017

Windows 10 Product যাদের Orginal ভাবে পাওয়া তারা কিভাবে সেটাকে Bootable কিংবা অরজিনাল প্রোডাক্ট সহকারে সেটা আপনার পিসিতে SeTup দিবেন।

সবাই কেমন আছেন।

আশা করি ভালো আছেন।

আমি জানি এখানে অনেক বড় বড় টিউনারদের টিউন থাকে।

তাদের সেই টিউন এর কাছে এটা খুব ছোট মানের টিউন।

যায় হক সবাই দোয়া করবেন যাতে বড় টিউনার হতে পারি।


কাজে চলে যায়,আজকে আমি একটা খুব সাধারন টিউন করব।

আমরা যারা windows 10 ব্যবহার করি তারা অনেকে ভয়ে আছি যে আমরা যদি এটাকে সেটাপ তাহলে যদি এটা আর ফিরে না পায় অরজিনাল ভাবে।

আজকের টিউনে অরজিনাল  windows 10 product অরজিনাল লাইসেন্স সহকারে কিভাবে bootable করে সেটা ব্যবহার করতে পারি।

  • প্রথমেই এই Create Windows 10 installation media  এটা ডাউনলোড করবেন।

  • তারপর এটা ওপেন করবেন।


Create installation media   এটাতে ক্লিক দিবেন তারপর next click দিবেন।

আপনার এই কাজটি করতে মিনিমাম একটা 4Gb পেন্ড্রাইভ লাগবে। তার কম হলে হবে না।

এর বেশি হলে কোন সমস্যা নাই।

এখন  ঠিক নিচের মত পিকচার আসবে create install media ক্লিক দিলে

তারপর  এখান থিকে নির্দিষ্ট  অপশন ক্লিক করে  next ক্লিক করলে আপনাকে pendrive select করার অপশন পাবেন

সেখান থিকে আপনি,আপনার pendrive টি সিলেক্ট করে বা Iso ফাইল সিলেক্ট করলে 100% কমপ্লিট হতে সময় নিবে কয়েক ঘন্টা কমপ্লিট কাজ হয়ে গেলে

আপনার পিসি স্বাভাবিক নিয়ম এর মত windows 10 SeTup দিবেন এবং অরজিনাল windows পাবেন।

বি ঃদ্র ঃ সেটাপ দেবার সময় product key চাইলে skip করে যাবেন।

এবং সেটাপ দেওয়া শেষ হলে আপনার windows 10 এর সাথে যে ইমেইল account লগিন ছিল

সেটা লগিন করে ইন্টারনেটে কানেক্ট দিলে অটোমেটিক লাইসেন্স ভেরিফাই হয়ে যাবে।

টিউনটি বুঝতে কোন  সমস্যা হলে এই টিউন এর উপর ভিডিও টিউটোরিয়াল আছে দেখে নিন



সবাই ভালো থাকবেন ব্যাই।

0 comments:

Post a Comment