বেশ কিছু দিন থেকে মাইক্রোসফট Windows 10 এর নতুন আপডেট Creators Update বা Redstone2 নিয়ে কাজ করছিল।
এই আপডেটে অনেক ফিচারস যোগ করা হয়েছে এবং অনেক সমস্যার সমাধান করা হয়েছে।
যাদের কম্পিউটারে এখন উইন্ডোজ ১০ ইন্সটল করা আছে তারা ১১ই এপ্রিল উইন্ডোজ আপডেট এর মাধ্যমে এই উপডেট সরাসরি পেয়ে যাবেন।
তবে যে বা যারা ক্লিন ইন্সটল করতে চান তাদের জন্য মাইক্রোসফট এর সাইট এ এই ভার্সন এর ISO ফাইল আছে আপনারা ডাউনলোড করতে পারবেন।
তবে মাইক্রোসফট ISO ফাইল সরাসরি ডাউনলোড করতে দেয় না।
এর জন্য তাদের সাইট থেকে মিডিয়া ক্রিয়েশন টুল নামে একটি সফটওয়্যার ডাউনলোড করে এর মাধ্যমে ISO ফাইল ডাউনলোড করতে হয়।
তাই আমি আপনাদের এখন দেখাবো যে কিভাবে সরাসরি মাইক্রোসফট এর সাইট থেকে IDM দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।
তাহলে শুরু করা যাক।
১) প্রথমে ফায়ার ফক্স ওপেন করতে হবে তারপর কীবোর্ড এ Ctrl+Shift+A একসাথে চাপতে হবে।
তাহলে অ্যাড অন্স পেজ ওপেন হবে।
তারপর স্ক্রল করে অ্যাড অন্স পেজ এর নিচে যেতে হবে। তারপর see more addons বাটন এ ক্লিক করতে হবে।
৩) তারপর নিচের স্ক্রীনশট এ দেখানো অ্যাড অন্স টি ইন্সটল করতে হবে।
৪) তারপর User Agent Switcher অ্যাড অন্স থেকে এনড্রয়েড সেলেক্ট করতে হবে।
এই লিঙ্ক এ ঢুকে ডাউনলোড করে নিন।
আর যদি কোনো সমস্যা হয় তবে আমি ভিডিও সংযুক্ত করে দিলাম নিচে দেখে নিবেন। সবাইকে ধন্যবাদ।
0 comments:
Post a Comment