Thursday, 27 April 2017

ইন্টারনেটে একটি ফুল পেইজকে PDF আকারে যেভাবে সংরক্ষন করবেন কোন প্রকার সফটওয়্যার ছাড়াই।

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন।

আজকে একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম। মনে হয় এটা অনেকেই জানেন। তবে আমি যেভাবে দেখাবো জানি না সেভাবে কয়জনে জানেন।

আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন, তখন প্রায়ই কোন ওয়েব পেইজকে পিডিএফ আকারে সংরক্ষন করে রাখার প্রয়োজন হয়। 

অনেকে আবার সফটওয়্যার ব্যবহার করে সেই কাজটি করে থাকেন। 

কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই আপনি একটি ওয়েব পেইজকে PDF আকারে Save করবেন। 

তাইলে চলুন দেখা যাক কিভাবে একটি সম্পুর্ন পেইজকে পিডিএফ আকারে সংরক্ষন করা যায়।

যেভাবে করবেনঃ

  • প্রথমে আপনি যে পেইজটি PDF আকারে সংরক্ষন করতে চান সেই পেইজে যান। তার পর "Ctrl+P" চাপুন।

  • তার পর Destination এর Change বাটনে ক্লিক করুন।
  • তার পর Save as PDF এ ক্লিক করুন।
  • তার পর Save বাটনে ক্লিক করুন।

বাস কাজ শেষ। 

এভাবে আপনি যেকোন পেইজ PDF আকারে সংরক্ষন করতে পারবেন।


আজ এ পযর্ন্তই থাক। সামনে নতুন কিছু নিয়ে আসবো। 

এ বিষয়ে আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। 

যথাযত উত্তর দিতে চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।

0 comments:

Post a Comment