হ্যালো সবাই কেমন আছেন?
টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন কি নিয়ে টিউন হবে।
আমরা প্রায় সময় বিভিন্ন জায়গায় থেকে Windows 10 ISO Direct Download লিঙ্ক খুজে থাকি।
কিন্তু বেশির ভাগ সময় দেখা যায় যে আইএসও ফাইল টি ঠিক মত কাজ করে না বা করুপ্টেড থাকে।
যাদের লম্বা টিউটোরিয়াল পড়তে ভাল লাগে না তারা ভিডিও দেখে শিখে নিতে পারেন।
আর
যারা লিমিটেড নেট কিনে এই অবস্থায় পরেন তাদের যে কি রকম খারাপ লাগে তা আমি
জানি।
কারণ আমি আগে লিমিটেড নেট ইউস করতাম এবং এইরকম হইয়ছিল কোন এক সাইট
থেকে ডাউনলোড করার পর।
সেজন্য আজ আমি আপনাদের দেখাবা কিভাবে আপনি
মাইক্রোসফট/উইন্ডোজ এর অফিসিয়াল সাইট থেকে Windows 10 ISO Direct Download লিংক পাবেন।
এই নিয়মে আপনি শুধু Windows 10 ISO Direct Download লিংক ছাড়া ও উইন্ডোজ ৭ এর ডাউনলোড লিংক ও জেনেরেট করবেন।
যারা
টেক লাভার তারা সাধারনত সবসময় সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে চায়।
তাই আমার
টেক ভাল লাগে সেজন্য আমি আপনাদেরকে Windows 10 ISO Direct Download লিংক
জেনেরেট করার নিয়ম টা নিচে বর্ণনা করলাম।
তো চলুন শুরু করা যাকঃ
আগে থেকে যা যা লাগবে তা নিয়ে বসে পড়ুন
- ১. কম্পিউটার
- ২. গুগল ক্রোম ব্রাউজার
- ৩. ৫ জিবির মত ইন্টারেনেট
- ৪. স্টেপগুলো ফলো করার জন্য কিছু টেকনিক্যাল জ্ঞান।
- ১. গুগল ক্রম ব্রাউজার ওপেন করুন।
- ২. এখানে যান https://www.microsoft.com/en-us/software-download/windows10
- ৩. মাউসের রাইট বাটন এ ক্লিক করুন তারপর INSPECT এ সিলেক্ট করুন এবং CTRL+SHIFT+M প্রেশ করুন
- ৪. উপর থেকে একটা ফোনের মডেল সিলেক্ট করুন যেমন নেক্সাস ফাইভ
- ৫. পেইজটা রিলোড করুন
- ৬. এইবার কোন Windows 10 ISO Direct Download লিঙ্ক পেতে চান তা সিলেক্ট করুন। Confirm এ ক্লিক করুন।
- ৭. তারপর যে Windows 10 ISO Direct Download লিঙ্ক নিতে চান তার ভাষা কি হবে সেইটা সিলেক্ট করুন ENGLISH or INTERNATIONAL ENGLISH যেকোন একটা সিলেক্ট করুন এবং confirm এ ক্লিক করুন।
- ৮. এইবার আপনি আপনার Windows 10 ISO Direct Download লিংক পেয়ে যাবে ৩২ বিট এবং ৬৪ বিটের ডাউনলোড লিংক। আপনি আপনার পিসির কনফিগেরেশন অনুযায় ডাউনলোড করে নিবেন।
- ৯. Windows 10 ISO Direct Download করতে শুধু ৩২ বিট অর ৬৪ বিট ক্লিক করলেই আইডিএম থাকলে আইডিএমে ডাউলোড শুরু হয় যাবে।
- ১০. বেশ! কাজ শেষ এখন আইএসও ফাইলটি ডাউনলোড শেষে পেন্ড্রাইভ অথবা হার্ডড্রাইব বুটেবল করে ফ্রেশ ইনস্টল করে নিবেন।
- ১১. এইবার উইন্ডোজ টেনের মজা নেন।
0 comments:
Post a Comment