আমি ও ভালো আছি।
আর কথা না বলে আসল কাজে চলে যায় android মোবাইলে প্রায় একটা সমস্যা দেয়
সেটা হল আমার android data on করি কিন্তু অন হয় না। এই সমস্যা নিয়েই আজকের এই টিউটোরিয়াল।
Step 1 :
Step 2 :
প্রথম
আপনার মোবাইলে সিম এর মেয়াদ আছে কিনা সেটা চেক করে নিবেন।
উপরের পিকচার এর
মতো দেখে নিবেন আপনার সিমে মেয়াদ আছে কিনা।
এটার জন্য এই সমস্যা হতে পারে।
সব
থিক থাকলে পরবর্তি ধাপে চলে যাবেন।
তারপর আপনার android settings থিকে চলে যাবেন।
Settings
> More Networks>Mobile Networks>Access Point Name
তারপর যেয়ে
দেখেন যদি APNs না করা থাকে তবে পিকচারের মতো একটা করে নিবেন।
এটা ঠিক থাকলে
পরবর্তি ধাপে চলে যাবেন।
Step 3:
এই যায়গায় সবার বেশি ভুল হয়।
এটা একটু বেশি কেয়ার করবেন।
কারন যারা android mobile double সিম ব্যবহার করেন তাদের এই সমস্যা সৃষ্টি হয়।
এজন্য যা করতে হবে Setting>Sim
card manager>Data service Networks যেয়ে যেই সিমে ইন্টারনেট ব্যবহার
করবেন অই সিমটা সিলেক্ট করে দিন।
আশা করি সব থিক থাকলে আপনার সিমে data
connection অবশ্যই অন হবে।
0 comments:
Post a Comment