Monday, 6 March 2017

ইউটিউব এর ভিডিও ফেসবুকে ফেসবুকের মত বড় থাম্বানিল দেখানোর উপায়! ভিউ শেয়ার বাড়ানোর কার্যকরী টিপস

আসসালামুয়ালাইকুম, 

কেমন আছেন সবাই।

বর্তমানে ইউটিউব নিয়ে মাতামাতি।

আবার মাতামাতি কিছুটা ঠাণ্ডাও হয়ে গেছে।

যারা ভিডিও কপি ও অ্যাডাল্ট নিয়ে কাজ করেন তারা চ্যানেল ব্যান খেয়ে সব ভুংভাং  😛 মনে করে বসে আসে।

আজকের এই টিউনটা রিয়েল ভাবে যারা কাজ করছেন তাদের জন্য।

আপনি অবশ্যই আপনার ভিডিও ফেসবুকে শেয়ার করেন।

সরাসরি ফেসবুকে ভিডিও আপলোড করলে বড় থাম্বানিল দেয় যা সুন্দর দেখায় কিন্তু ইউটিউব ভিডিও লিঙ্ক ফেসবুকে শেয়ার করলে ছোট থাম্বানিল দেখায়।

তাই সেখান থেকে ক্লিক কম অর্থাৎ ভিউ কম হয়। আসলে ফেসবুক ভিডিও মার্কেট তা ধরতে চাচ্ছে তাই ইচ্ছে করেই এই সিস্টেমটা করে রেখেছে।

কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনার ইউটিউব ভিডিও ফেসবুকে ফেসবুকের মত বড় থাম্বানিল করতে পারবেন।

বড় দিলে আপনার ভিডিও ভিউ কিছুটা হলেও বেড়ে যাবে ও বেশি শেয়ার পরবে। আমি ব্যক্তিগত ভাবে বড় থাম্বানিল ব্যবহার করে বেশি ভিউ পাচ্ছি তাই আপনাদের সাথেও শেয়ার করছি।

কারন আমি আমার টিপস আপনাদের শেয়ার করব, আর আপ্নারা আপনাদের টিপস আমাদের সাথে শেয়ার করবেন। 

এভাবেই তো আমরা এগিয়ে জাব।

মুল কাজের কথায় আসি।

প্রথমে http://youtubetofb.com/ সাইটে জান।



কনভার্ট বক্সে আপনার ভিডিও লিঙ্ক দিন।

Youtube to Fb একটি লিঙ্ক জেনারেট করে দিবে সেটি কপি করে ফেসবুকে টিউন করুন।


টিপসঃ

  • অবশ্যই কম্পিউটার লিঙ্ক কনভার্ট করবেন।
  •  
  • যদি মোবাইল দিয়ে ব্যবহার করেন তাহলে ব্রাইজারে ডেস্কটপ মোড করে নিবেন।
  •  
  • কারন ফেসবুকে মোবাইল ভার্সন দিয়ে টিউন করলে ফেসবুক নিজে থেকেই আবার ছোট থাম্বানিল করে দিবে।
  •  
  • টিউন হয়ে গেলে ওই টিউন বড় থাম্বানিল থেকে যাবে।
  •  
  • এভাবে টিউন করলে একই সাথে ফেসবুক থেকে সোশ্যাল সিগন্যাল পাবেন ও ও Youtube to Fb থেকেও সিগন্যাল পাবেন  যা আপনার র‍্যাঙ্ক বাড়াতে সাহায্য করবে।
ভালো থাকবেন সবাই।

1 comment:

  1. ধন্যবাদ,
    খুব উপকারী পোস্ট।আশা করি পোস্টি খুব উপকার দিব।
    ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায়

    ReplyDelete