Friday, 3 February 2017

উইন্ডোজ-৭/৮/১০: Programs still need to close বার্তাটি বন্ধ করে নিন

আপনি প্রায়ই সময়ে লক্ষ্য করে দেখবেন যে, আপনার কম্পিউটার রির্স্টাট অথবা র্সাট ডাউন করার সময়ে “প্রোগ্রামস্ স্টিল নিড টু ক্লোজ” শিরোনামে একটি বার্তা আপনার স্ক্রীনে প্রদর্শিত হচ্ছে।

আপনি বার্তাটি থেকে “র্ফোস ‍র্সাট ডাউন ” বাটনে ক্লিক করার পর আপনার কম্পিউটার রির্স্টাট অথবা র্সাট ডাউন হয় আর যদি এটা না করেন সেক্ষেত্রে উইন্ডোজের এই বার্তাটি সয়ংক্রিয়ভাবে বন্ধ করে খানিকটা সময় নেয়।

যদিও এটা তেমন কোন সমস্যা নয়।

তবে আপনি যদি চান যে,  এই বার্তাটি যেন আপনার কম্পিউটার রির্স্টাট অথবা র্সাট ডাউন করার সময়ে স্ক্রীনে প্রদর্শিত না হোক তাহলে নিচের পদ্ধতিগুলো অনসরন করতে পারেন।



বার্তাটি বন্ধ করার উপায়:


প্রথম ধাপ: কম্পিউটারের র্স্টাট বাটনে ক্লিক করে রান অপশন চালু করুন। তারপর রান ডায়লগবক্সের মধ্যে গ্রুপ পলিসি এডিটর (Group Policy Editor) চালু করার জন্য gpedit.msc টাইপ করে ওকে বাটনে ক্লিক করুন।

 


দ্বিতীয় ধাপ: গ্রুপ পলিসি এডিটর চালু হলে সেখান থেকে প্রথমে Local Computer Policy সিলেক্ট করুন। তারপর Administrative Templates ক্লিক করে System সিলেক্ট করুন।



তৃতীয় ধাপ: 

System সিলেক্ট থাকা অবস্থায় ডানপাশের প্যানেল থেকে Shutdown Option  খুঁজে বের করুন।

এবার Shutdown Option এ ডাবল ক্লিক করুন।

তারপর “Turn off automatic termination of applications that block or cancel shutdown”  সেটিং এডিট করার জন্য ডাবল ক্লিক করুন।



শেষ ধাপ: এবার Enabled সেটিং রেডিও বাটন নির্ধারন করে নিচের অ্যাপ্লাই এবং ওকে বাটন ক্লিক করুন। আপনার কম্পিউটারটি এখন রির্স্টাট দিবেন।

 Group Policy Editor  এর এই সেটিং পর্রিবতনের ফলে এখন থেকে আপনার কম্পিউটার রির্স্টাট অথবা র্সাট ডাউন করার সময়ে “প্রোগ্রামস্ স্টিল নিড টু ক্লোজ” শিরোনামে  বার্তাটি আর স্ক্রীনে প্রদর্শিত হবে না।

কেন এই বার্তাটি আসে:

যদি আপনার কম্পিউটারে আপনি কোন প্রোগ্রাম চালু থাকা অবস্থায়  রির্স্টাট অথবা র্সাট ডাউন ভুলে করে ফেলেন তখনই উইন্ডোজ আপনার চালু থাকা প্রোগ্রামের কারণেই এই বার্তাটি দিবে।

0 comments:

Post a Comment